ডাবল সেঞ্চুরির পথে ওয়াসিমের রেকর্ডে ভাগ বসান জয়সওয়াল

প্রকাশিত: ১৮ ফেব্রুয়ারী, ২০২৪ ০৬:২০:৩২

ডাবল সেঞ্চুরির পথে ওয়াসিমের রেকর্ডে ভাগ বসান জয়সওয়াল

অনলাইন ডেস্ক: ইংল্যান্ডের বিপক্ষে রাজকোট টেস্টে ডাবল সেঞ্চুরি হাঁকিয়েছেন ভারতীয় তরুণ ওপেনার জসবি জসওয়াল। তিনি দ্বিতীয় ইনিংসে ওয়ানডে স্টাইলে ব্যাটিং করে ২৩৬ বলে ১৪টি চার আর ১২টি ছক্বার সাহায্যে ২১৪ রানের অনবদ্য ইনিংস খেলেন।

টেস্ট ক্রিকেটে এক ইনিংসে যৌথভাবে সর্বোচ্চ ছক্কা মারার মালিক এখন ওয়াসিম ও জয়সওয়াল। জয়সওয়ালের সুযোগ ছিল একাই রেকর্ডটা নিজের করে নেওয়ার। তবে ভারত ইনিংস ঘোষণা করায় ছক্কার ঝড় থামাতে হয় তাকে।

২৮ বছর ধরে রেকর্ডটি একার ছিল পাকিস্তানের কিংবদন্তি ওয়াসিম আকরামের। জিম্বাবুয়ের বিপক্ষে ১৯৯৬ সালে ২৫৭ রান করার পথে ১২টি ছক্কা হাঁকান ওয়াসিম আকরাম। ২৮ বছর পর তার সেই রেকর্ডে ভাগ বসালেন জসওয়াল। 

রোববার রাজকোটে আগ্রাসী ব্যাটিং করেন জসওয়াল। তার সঙ্গে ১৫৮ বলে ১৭২ রানের জুটি গড়া অভিষিক্ত সরফরাজ আহমেদ খেলেছেন ৭২ বলে ৬৮ রানের অনবদ্য ইনিংস।

এই দুজনের ব্যাটিং তাণ্ডবে ৪ উইকেটে ৪৩০ রান দিয়ে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে ভারত। ইংল্যান্ডের লক্ষ্য দাঁড়ায় ৫৫৭ রান।

রানের পাহাড় ডিঙ্গাতে নেমে রবিন্দ্র জাদেজার ঘূর্ণি বলে বিভ্রান্ত হয়ে ১২২ রানেই অলআউট হয় ইংল্যান্ড। তৃতীয় টেস্টে ৪৩৪ রানের বিশাল জয়ে ২-১ ব্যবধানে এগিয়ে যায় ভারত। জাদেজা ১২.৪ ওভারে ৪১ রান খরচ করে ৫ উইকেট শিকার করেন।


প্রজন্মনিউজ২৪/এইচআরসি

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন





ব্রেকিং নিউজ