শীতের সকালে এক পশলা বৃষ্টি

প্রকাশিত: ১৮ জানুয়ারী, ২০২৪ ০১:১৯:৩৪

শীতের সকালে এক পশলা বৃষ্টি

খুলনা প্রতিনিধি: ঘন কুয়াশায় ঢাকা চারপাশ। আকাশ গুমোট।এমন পরিস্থিতির মধ্যেই বৃষ্টি শুরু হওয়ায় ও শীতের কনকনে বাতাসে জবুথবু হয়ে পড়েছে মানুষ।

বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) সকাল ৯টার পর খুলনায় বৃষ্টি  শুরু হয়।

একদিকে মাঘের হাড় কাঁপানো শীত, অন্যদিকে হালকা বৃষ্টি। এ দুইয়ে মিলিয়ে খুলনার জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। এমন অবস্থায় অফিসগামী ও খেটে খাওয়া মানুষরা চরম দুর্ভোগে পড়েছেন।

বৃষ্টি, উত্তরের হিমেল হাওয়া আর কনকনে ঠাণ্ডায় ঘরবন্দি হয়ে পড়েছেন কেউ কেউ। বিশেষ প্রয়োজন ছাড়া তেমন কেউ ঘর থেকে বের হচ্ছেন না। রাস্তা-ঘাট অনেকটাই ফাঁকা পড়ে আছে।

তবে কৃষি বিভাগ বলছে, মাঘের এই বৃষ্টিতে সর্বনাশ হবে রবিশস্যের। পানি জমলে কিছু ফসলের ক্ষতি হতে পারে।

বৃহস্পতিবার সকালে খুলনা আঞ্চলিক আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ আমিরুল আজাদ  বলেন, মৌসুমি লঘুচাপের কারণে খুলনায় সকাল ৯টার পর হালকা বৃষ্টি শুরু হয়েছে। এ বৃষ্টি কয়েক ঘণ্টা অব্যাহত থাকতে পারে। বৃষ্টি ও মেঘ কেটে গেলে শীতের তীব্রতা আরও বাড়তে পারে বলেও জানান এই আবহাওয়াবিদ।


প্রজন্মনিউজ২৪/এইচআরসি

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ