কমতে পারে তাপমাত্রা, শীত বাড়ার আভাস

প্রকাশিত: ২২ নভেম্বর, ২০২৩ ০১:৫৯:৩৪

কমতে পারে তাপমাত্রা, শীত বাড়ার আভাস

রাতের তাপমাত্রা সর্বোচ্চ তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। এতে শীত বেড়ে যেতে পারে বলেও জানিয়েছেন আবহাওয়াবিদরা।

বুধবার (২২ নভেম্বর) হেমন্তের দ্বিতীয় মাস অগ্রহায়ণের ৭ তারিখ। এরই মধ্যে গ্রামে পুরোদস্তুর শীতের আমেজ। রাতে নগরেও শীতের আমেজ। তাপমাত্রা আরও কমলে শীত বাড়তে পারে।

বুধবার (২২ নভেম্বর) সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১৪ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস ছিল পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

বুধবার সকাল ৯টা থেকে আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাস তুলে ধরে আবহাওয়াবিদ মো. মনোয়ার হোসেন জানান, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

বৃহস্পতি ও শুক্রবার অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলেও জানান তিনি।

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ