পবিপ্রবিতে জিএসটি গুচ্ছভুক্ত এ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

প্রকাশিত: ০৩ জুন, ২০২৩ ০৪:৪৯:৩৫

পবিপ্রবিতে জিএসটি গুচ্ছভুক্ত এ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

 

পবিপ্রবি প্রতিনিধি: পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) জিএসটি গুচ্ছভুক্ত ২২ বিশ্ববিদ্যালয়ের এ ইউনিটের বিজ্ঞান   বিভাগের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। ১৯টি ভর্তি পরীক্ষা কেন্দ্রের মধ্যে  প্রতি বছরের মত এবারও পবিপ্রবি কেন্দ্র ছিল।

শনিবার(৩ জুন ) দুপুর ১২ টা থেকে ১ টা উক্ত পরীক্ষা অনুষ্ঠিত হয়। পবিপ্রবি কেন্দ্রে মোট উপস্থিতি ৯৫ %, ৭৩৮ জন ভর্তি  পরীক্ষার্থীর মধ্যে ৭০০ জন পরীক্ষার্থী ভর্তি যুদ্ধে অংশগ্রহণ করে। ভর্তি পরীক্ষার্থী মনির হোসেন  বলেন,পরীক্ষার প্রশ্ন সহজ ছিলো, আশা করি চান্স পাবো। আফিয়া তাসনীম বলেন,পরীক্ষা ভালো হয়েছে, মোটামুটি অধিকাংশ কমন ছিলো।

পরীক্ষা কমিটির আহবায়ক প্রফেসর ড. ফজলুল হক বলেন, সকলের সহযোগিতায় পরীক্ষা সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়েছে।

পরীক্ষা কেন্দ্র পরিদর্শন শেষে পবিপ্রবি উপাচার্য প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্ত সাংবাদিকদের বলেন,ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়েছে, কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটেনি।উপস্থিতি ভালো ছিলো,  বিজ্ঞান বিভাগে আমাদের কেন্দ্রে পরীক্ষার্থী বেশি ছিলো আগের ২ বারের চেয়ে । তবে জিএসটি গুচ্ছভুক্ত ভর্তি পরীক্ষা শুরু হয়ে শিক্ষার্থীদের কষ্ট দুর্দশা লাঘব হয়েছে। এখন একটি পরীক্ষার মাধ্যমে ২২ টি বিশ্ববিদ্যালয়ে যেকোনোটিতে  ভর্তির সুযোগ লাভ করছে


প্রজন্মনিউজ২৪/এমএইচ

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ