বান্দরবানে ভয়াবহ আগ্নিকাণ্ডে ৪০ দোকান ও বসতবাড়ি ছাই

প্রকাশিত: ২৫ মার্চ, ২০২৩ ০৪:২৮:০৬ || পরিবর্তিত: ২৫ মার্চ, ২০২৩ ০৪:২৮:০৬

বান্দরবানে ভয়াবহ আগ্নিকাণ্ডে ৪০ দোকান ও বসতবাড়ি ছাই

হাবিব আল মাহমুদ,বান্দরবান জেলা প্রতিনিধি: ভয়াবহ অগ্নিকাণ্ডে বান্দরবানের থানচি উপজেলা বাজারের ৪০টিরও অধিক দোকান ও বসতঘর আগুনে পুড়ে ছাই হয়ে গেছে।

শনিবার (২৫মার্চ) সকাল ৮টায় বাজারের দক্ষিণ পাশ থেকে অগ্নিকান্ডের এই সূত্রপাত ঘটে।

অগ্নিকান্ডের কিছুক্ষণের মধ্যেই ৪০ টিরও অধিক দোকান ও বসত ঘর পুড়ে ছাই হয়ে যায়। এসময় দমকল বাহিনীর একটি ইউনিট, থানচি বিজিবি ক্যাম্পের সদস্য, পুলিশ ও স্থানীয়রা মিলে প্রায় দু ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

থানচি উপজেলা চেয়ারম্যান থোয়াইহ্লা ম‌ং মারমা জানান, আগুনে থানচি বাজারের ব্যাপক ক্ষতি হয়েছে। দমকল বাহিনীর একটি মাত্র ইউনিটের থাকার কারণে আগুন সহজে নিয়ন্ত্রণ আনা সম্ভব হয়নি। যার কারনে অগ্নিকাণ্ডে বাজারের ব্যপক ক্ষয়ক্ষতি সহ অনেক দোকান ও বসতঘর পুড়ে ছাই হয়ে গিয়েছে।

এর আগে গত ২২ শে মার্চ ভোরে ভয়াবহ আগুনে থানচি বলিপাড়া বাজারের অর্ধ শতাধিক দোকান বাড়িঘর পুড়ে ছাই হয়ে যায়। এছাড়াও ২০২০ সালে ভয়াবহ আগ্নিকান্ডে পুরো থানচি বাজার পুড়ে ছাই হয়ে গিয়েছিল।


প্রজন্মনিউজ২৪/জেড আই

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ