ভুঁড়ির নিচে হতে পারে টিউমার, যে লক্ষণে সতর্ক হবেন

প্রকাশিত: ০৬ মার্চ, ২০২৩ ০৪:৪৯:১০

ভুঁড়ির নিচে হতে পারে টিউমার, যে লক্ষণে সতর্ক হবেন

পেটে অতিরিক্ত মেদ জমার কারণে নানা রোগের ঝুঁকি বাড়ে। যার মধ্যে ডায়াবেটিস, হৃদরোগ, উচ্চ রক্তচাপ অন্যতম। তবে জানলে অবাক হবেন, পেটের অতিরিক্ত চর্বির নিচে কিন্তু টিউমার হতে পারে।

যার থেকে এক সময় ক্যানসারের বিকাশ ঘটে। তেমনটিই ঘটে কোলোরেক্টাল ক্যানসারের ক্ষেত্রে। বিশেষজ্ঞদের মতে, এই মারণ রোগের সঙ্গে পেটের মেদের গভীর সম্পর্ক আছে।

যখন বৃহৎ অন্ত্র বা মলদ্বারের কোনো অংশে একটি বিপজ্জনক টিউমার তৈরি হতে শুরু করে, তখন তাকে কোলোরেক্টাল ক্যানসার বলা হয়।

তাই পেটের চর্বিকে উপেক্ষা করলে মারণব্যাধি ক্যানসারের ঝুঁকি বেড়ে যেতে পারে দ্বিগুণ। প্রতিবছর মার্চ মাস হলো কোলোরেক্টাল ক্যানসার সচেতনতা মাস হিসেবে পালিত হয়।

সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) বলেছে, স্থূলতা ও অতিরিক্ত ওজনের কারণে কোলোরেক্টাল ক্যানসার হতে পারে।

চিকিৎসকরা কোনো ক্যানসার পরীক্ষা করার আগে রোগীর লক্ষণগুলো দেখেন। যদি তারা মনে করেন, এই লক্ষণগুলো কোলোরেক্টাল ক্যানসারের সঙ্গে মিলছে বা রোগীর পারিবারিক ইতিহাস যদি এই রোগের সঙ্গে সম্পর্কিত হয়, তাহলে নিশ্চিতকরণের জন্য মল পরীক্ষা, কোলনোস্কোপি ইত্যাদি পরীক্ষার সুপারিশ করেন।

আমেরিকান ক্যানসার সোসাইটির ওয়েবসাইটে কিন্তু এই ক্যানসার সম্পর্কিত বিশেষজ্ঞদের মতামত আছে। তার মতে, কোলোরেক্টাল ক্যানসারের কারণে পেটের সমস্যা যেমন- ডায়রিয়া, কোষ্ঠকাঠিন্য ও কয়েকদিন ধরে আলগা মল হতে পারে।

এছাড়া মলদ্বার থেকে হালকা লাল রঙের রক্তপাত, রক্তের কারণে মলের গাঢ় রং, পেটে ব্যথা, দুর্বলতা ও ক্লান্তিসহ অন্যান্য উপসর্গও দেখা যেতে পারে। এছাড়া বৃহদন্ত্র ও মলদ্বারের ক্যানসারের রোগীর ওজন কিছু না করেই কমতে থাকে।

ক্যানসার.অর্গ এর তথ্য বলছে, ক্যানসার বা ক্যানসারের চিকিৎসায় শরীরে প্রয়োজনীয় ক্যালরির পরিমাণ বেড়ে গেলে এমনটি হয়। যদি আপনার চর্বি বা ওজন হঠাৎ করেই কমতে শুরু করে, তাহলে তা শরীরের ভেতরে বিপজ্জনক টিউমারের লক্ষণ হতে পারে।

এছাড়া আপনি যদি একবার টয়লেটে যাওয়ার পর খালি পেট অনুভব না করেন কিংবা মলত্যাগের প্রয়োজন অনুভব করেন, তাহলে সাবধান। কারণ এটি কোলোরেক্টাল ক্যানসারের একটি বড় লক্ষণও হতে পারে।

কোলোরেক্টাল ক্যানসারের ঝুঁকি বাড়ায় যেসব অভ্যাস
১. কম ফল ও সবজি খাওয়া
২. শারীরিক কার্যকলাপের অভাব
৩. ফাইবার কম ও চর্বিযুক্ত খাবার খাওয়া
৪. অ্যালকোহল পান ইত্যাদি। সূত্র: প্রেসওয়ার ১৮


প্রজন্মনিউজ২৪/একে

এ সম্পর্কিত খবর

এক মিনিটেই তাদের বিসিএসের স্বপ্নভঙ্গ

উপজেলা নির্বাচনে এমপি-মন্ত্রীরা প্রভাব ফেলতে পারেন

গাজীপুরে চিরকুট লিখে স্বামী-স্ত্র‌ীর আত্নহত্যা

ঘোড়াঘাটে উপজেলা পরিষদ নির্বাচনে চাপমুক্ত আওয়ামী লীগ

বাসের সঙ্গে ইজিবাইকের মুখোমুখি সংঘষে নিহত ১ আহত ৩

ঘোড়াঘাটে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

ইউএসএ বাংলা সাহিত্য সম্মেলনে আসতে শুরু করেছেন দুই বাংলার কবি সাহিত্যিকগন

পার্বতীপুরে তীব্র তাপদাহ ও অনাবৃষ্টির কারণে ইস্তেস্কার নামাজ আদায়

মৎস্য মন্ত্রী বলেন দুই ভাই হত্যার জড়িতদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে

হাবিপ্রবি সংশ্লিষ্ট এলাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন





ব্রেকিং নিউজ