চবি সাংবাদিক সমিতির নির্বাচন, ৭ পদে ১০ প্রার্থী

প্রকাশিত: ৩০ জানুয়ারী, ২০২৩ ০৪:০৪:৩৩ || পরিবর্তিত: ৩০ জানুয়ারী, ২০২৩ ০৪:০৪:৩৩

চবি সাংবাদিক সমিতির নির্বাচন, ৭ পদে ১০ প্রার্থী

মুহাম্মদ কামরুল হাসান,চবি প্রতিনিধিঃ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (চবিসাস) কার্যনির্বাহী কমিটির নির্বাচন-২০২৩ অনুষ্ঠিত হবে আগামী মঙ্গলবার (৩১ জানুয়ারি)। ৭টি পদের বিপরীতে এবার নির্বাচনে অংশ নিচ্ছেন ১০ জন প্রার্থী।

সোমবার (৩০ জানুয়ারি) দুপুর ২টায় প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। এর আগে ২৯ জানুয়ারি বেলা ১২টা পর্যন্ত নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহ করেন প্রার্থীরা।

প্রার্থীরা হলেন,সভাপতি পদে- দৈনিক ইত্তেফাকের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মাহবুব এ রহমান, সহসভাপতি পদে- ঢাকা পোস্টের প্রতিনিধি রুমান হাফিজ, সাধারণ সম্পাদক পদে- দৈনিক আজাদীর প্রতিনিধি ইমাম ইমু,যুগ্ম-সাধারণ সম্পাদক পদে- বাংলাট্রিবিউনের প্রতিনিধি নবাব আব্দুর রহিম ও মহানগর নিউজের প্রতিনিধি ইফতেখারুল ইসলাম, অর্থ, ক্রিড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে- দৈনিক যুগান্তরের প্রতিনিধি রোকনুজ্জামান এবং ঢাকা স্টেটের প্রতিনিধি দোস্ত মোহাম্মদ, দফতর ও প্রচার প্রকাশনা সম্পাদক পদে- বাংলানিউজ টোয়েন্টিফোরের প্রতিনিধি মোহাম্মদ আজহার, কার্যনির্বাহী সদস্য পদে দৈনিক পূর্বদেশের প্রতিনিধি শাহরিয়াজ মোহাম্মদ এবং ভোরের ডাকের প্রতিনিধি তামীম আহমেদ শরীফ।

এছাড়াও চবিসাসের নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করবেন প্রক্টর ড. রবিউল হাসান ভূঁইয়া এবংনির্বাচন কমিশনারের দায়িত্বে থাকবেন সহকারী প্রক্টর ড. শহীদুল ইসলাম ও এসএএম জিয়াউল ইসলাম।

উল্লেখ্য, আগামী মঙ্গলবার বেলা সাড়ে ১০টা থেকে দুপুর ১.৩০ পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কার্যালয়ে অনুষ্ঠিত হবে চবিসাসের নির্বাচন। একইদিন ভোট গণনা শেষে নির্বাচনের ফলাফল ঘোষণা করবে নির্বাচন কমিশন।


প্রজন্মনিউজ২৪/এমএইচ

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ