বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণে বগুড়া জেলা প্রশাসক

প্রকাশিত: ২২ জুন, ২০২২ ০৬:৫৮:১৭

বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণে বগুড়া জেলা প্রশাসক

বগুড়া ধুনট প্রতিনিধি:বগুড়ার ধুনট উপজেলার ভান্ডারবাড়ি ইউনিয়নের বন্যা দূর্গত মানুষের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে।                                                 

বুধবার (২২ই জুন) বিকাল ৪টার সময় ভান্ডারবাড়ি ইউনিয়নের কৈয়াগাড়ি ও বানিয়াজান গ্রামের বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ পর ভান্ডারবাড়ি ইউনিয়ন পরিষদ থেকে বন্যা দুর্গত মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন বগুড়ার জেলা প্রশাসক মোঃ জিয়াউল হক।                                               

 বন্যা দুর্গতদের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার হিসেবে তিনি চাল, ডাল, তেল, চিড়া, গুড়, মোমবাতি,ম্যাচ লাইট, ওর স্যালাইন ও পানির বোতল বিতরণ করেন। এছাড়াও তিনি ভান্ডারবাড়ি ও গোসাইবাড়ি ইউনিয়নের বন্যা প্লাবিত গ্রাম গুলি ঘুরে ঘুরে দেখেন।                           

ত্রাণ সামগ্রী বিতরণ কালে উপস্থিত ছিলেন ধুনট উপজেলার পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল হাই খোকন,ধুনট উপজেলা নির্বাহী অফিসার সঞ্জয় কুমার মহন্ত,বগুড়া পানি উন্নয়ন বোর্ডের উপ- বিভাগীয়  প্রকৌশলী মোঃ হুমায়ুন কবির,ধুনট পৌরসভার মেয়র এজিএম বাদশা, উপজেলার পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ মহসিন আলম, ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) কৃপা সিন্ধু বালা, ধুনট উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মোঃ আব্দুল আলিম।

 উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ শরিফুল খান শরিফ,ভান্ডারবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বেলাল হোসেন বাবু, উপজেলার মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ আশাফ আলী, ভান্ডার বাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ রফিকুল ইসলাম, ধুনট থানার এসআই মোঃ রুহুল আমিন,ভান্ডারবাড়ি ইউনিয়ন পরিষদের সচিব মোঃ ফরহাদ হোসেন, ধুনট পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ হাসান মাহমুদ রাব্বি, সাধারণ সম্পাদক মোঃ পারভেজ হোসেন সহ প্রমুখ ।


 প্রজন্মনিউজ২৪/মনিরুল

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ