অন্ধকারে সুনামগঞ্জ উর্ধগতিতে দাম বাড়ছে মোমবাতির

প্রকাশিত: ২১ জুন, ২০২২ ০৪:২০:১৫

অন্ধকারে সুনামগঞ্জ উর্ধগতিতে দাম বাড়ছে মোমবাতির

সুনামগঞ্জ প্রতিনিধিঃ বন্যায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হওয়ার কারনে আন্ধকারে ৪ দিন যাবত পরে আছেন সুনামগঞ্জ জেলা।পাওয়া যাচ্ছে না শুকনা খাবার ।বাজারে অতিরিক্ত দাম নেওয়া হচ্ছে মোমবাতি।৫ টাকার মোমবাতি ১৫ টাকা ৩৫ টাকার টা ৭৫ টাকা, ২৫ টাকারটা ১০০ টাকা তারপরও বাজারে পাওয়া যাচ্ছে না মোমবাতি।১৫ টাকার ম্যাস লাইট নেওয়া হচ্ছে ২৫ টাকা ১০০ টাকার ডালা নেওয়া হচ্ছে ২০০টাকা।মুড়ি,চিড়াসহ নিত্য প্রয়োজনিয় শুকনা খাবারের বাড়তি দাম নেওয়া হচ্ছে।এক দিকে মানুষ খাবারে অসহায় শুকনা খাবার কিনতে আসলে অন্য দিকে কিছু মানুষ তাদের থেকে কষাইষের মতো টাকা নিচ্ছে যদিও তারা বাধ্য হয়ে নিতে হচ্চে।মানুষ চার দিকে খাবারের অভাবে কাতরাচ্ছে।রাত কাটছে অন্ধকারে।পারছে না যোগাযোগ করতে মোবাইল চার্জ করতে নিচ্ছে ১০ টাকার জায়গায় ৫০ টাকা, ৩০টাকা, এলপি গ্যাস নেওয় হচ্ছে ১৪০০ টাকার টা ২২০০ টাকা, ১০ টাকার রিকশা ভাড়া ৫০ টাকা এভাবে শুষন করা হচ্ছে বন্যা কবলিত অসহায় মানুষদের চরম ভোগান্তিতে পড়ছে সুনামগঞ্জ বাসী। 


প্রজন্মমিউজ২৪/মুবিন 
 

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ