পুলিশকে ফাঁকি দিতে সিসি ক্যামেরা লাগিয়ে মাদক ব্যবসা

প্রকাশিত: ১৪ মে, ২০২২ ১১:০০:৩২

পুলিশকে ফাঁকি দিতে সিসি ক্যামেরা লাগিয়ে মাদক ব্যবসা

সাবিক ওমর সবুজ, শাজাহানপুর ( বগুড়া) প্রতিনিধি: বগুড়ার শাজাহানপুরে পুলিশের গ্রেফতার এড়াতে বসত বাড়ির চার পাশে সিসি ক্যামেরা লাগিয়ে মাদক ব্যবসার অভিযোগে মোমেনুল ইসলাম ওরফে শাওন নামে (৩২) একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১২ মে) রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার মাঝিড়া ইউনিয়নের ডোমপুকুর ঠিকাদার পাড়া গ্রামে অভিযান চালিয়ে ইয়াবাসহ তাকে গ্রেপ্তার করা হয়। 

শাজাহানপুর থানার এস আই হাফিজুর রহমান জানান, গ্রেফতার এড়ানোর জন্য শাওন নিজ বাড়ির চারপাশে সিসি ক্যামেরা লাগিয়ে মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের নিকট খুরচা ও পাইকারী মাদক বিক্রয় করে আসছিলেন। অভিযানের সময়  সিসি ক্যামেরায় পুলিশের উপস্থিতি টের পয়ে তিনি কৌশলে পালিয়ে যাওয়ার চেষ্টা করলেও পুলিশ তাকে গ্রেফতার করতে সক্ষম হয় । 

শাজাহানপুর থানার ইন্সপেক্টর আব্দুর রউফ জানান, গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু পুর্বক আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।


প্রজন্মনিউজ২৪/মনিরুল
 

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ