নীলফামারীতে ট্রেনের ধাক্কায়  অটোরিকশার ৩ যাত্রী নিহত

প্রকাশিত: ২৭ জানুয়ারী, ২০২২ ১১:১৬:৪০

নীলফামারীতে ট্রেনের ধাক্কায়  অটোরিকশার ৩ যাত্রী নিহত

নীলফমারী প্রতিনিধি: নীলফামারীতে ট্রেনের ধাক্কায় অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। তারা সবাই উত্তরা ইপিজেডের নারী শ্রমিক। এ ঘটনায় আহত হয়েছেন আরো চারজন। তবে হতাহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।

বুধবার (২৬ জানুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে সদর উপজেলার দারোয়ানী রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে। 

বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আমির আলী জানান, সদর উপজেলার দারোয়ানীতে খোলা  রেলক্রসিং এ সকালে উত্তরা ইপিজেডের কিছু শ্রমিক অটোরিকশাযোগে কাজে যাচ্ছিলেন। রেলক্রসিংটি অতিক্রম করার সময় নীলফামারী থেকে রাজশাহীগামী বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনটি অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে এই দুর্ঘটনা ঘটে।

নীলফামারী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক মেজবাহুর হাসান চৌধুরী জানান, ঘটনাস্থলেই একজন মারা গেছেন এবং হাসপাতালে আনার পথে দুইজনের মৃত্যু হয়েছে। চারজনের মধ্যে দুইজন হাসপাতালে ভর্তি রয়েছেন। বাকি দুজনের অবস্থা গুরুতর হওয়ায় রংপুর মেডিকেলে পাঠানো হয়েছে।


প্রজন্মনিউজ২৪/আল-নোমান

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ