রৌমারীতে ৩০তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস পালন

প্রকাশিত: ০৩ ডিসেম্বর, ২০২১ ০৬:১১:৪৬

রৌমারীতে ৩০তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস পালন

রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: সেবা হোক শিক্ষার উপকরণ “কোভিডোত্তর বিশ্বের টেকসই উন্নয়ন, প্রতিবন্ধী ব্যক্তির নেতৃত্ব ও অংশগ্রহণ” এই প্রতিপাদ্যকে ঘিরে ৩০তম আন্তর্জাতিক ও ২৩তম জাতীয় প্রতিবন্ধী দিবস পালন করা হয়েছে।

শুক্রবার (৩ ডিসেম্বর) দুপুর ১২ টার দিকে কুড়িগ্রামের রৌমারী উপজেলার সদর ইউনিয়নে আলহাজ বয়েজ উদ্দিন বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ে প্রতিবন্ধী শিক্ষার্থী ও অভিভাবকদের সাথে আলোচনা শেষে শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত বিতরণ করা হয়।

অপরদিকে, শৌলমারী (উকরাকান্দা) বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ে সকল শিক্ষক, শিক্ষার্থীদের অংশগ্রহণে সকাল ১০ টার দিকে চিত্রাঙ্কন, রচনা প্রতিযোগীতা শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন, জাহিদুল ইসলাম জাহিদ, প্রধান শিক্ষক আলহাজ্ব বয়েজ উদ্দিন বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয় গোয়ালগ্রাম, সহকারি শিক্ষক, সাইফুল ইসলাম, নাজমা খাতুন, শাহেনা, বিউটি, মমতাজ বিলকিস, অভিভাবক লাবনী আক্তার, মাজেদা,মরিয়ম আক্তার, শৌলমারী বিদ্যালয়ের শিক্ষক রেহানা খাতুন, মর্জিনা খাতুন, সাদিয়া, রাজিয়াসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

প্রজন্মনিউজ২৪/এন হাসান

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ