অবৈধ প্রসাধনী পণ্য বিক্রি, ইউএস ফুড মার্টকে জরিমানা

প্রকাশিত: ২২ নভেম্বর, ২০২১ ১১:৪৭:০৫

অবৈধ প্রসাধনী পণ্য বিক্রি, ইউএস ফুড মার্টকে জরিমানা

অনুমোদন ছাড়াই বিদেশি নামীদামী সব ব্র্যান্ডের শ্যাম্পু, বডি লোশন ও সাবানসহ প্রসাধনী সামগ্রী বিক্রি করা হচ্ছে। আমদানি করা এসব পণ্য বিক্রির দায়ে ইউএস ফুড মার্টকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

রোববার (২১ নভেম্বর) রাজধানীর বনানী এলাকায় এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) এ জরিমানা করেন।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বিএসটিআইয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাফিসা নাজ নীরা। এ সময় প্রসিকিউটিং অফিসার হিসেবে অংশগ্রহণ করেন ফিল্ড অফিসার (সিএম) মো. রাশেদ আল মামুন।

বিএসটিআইয়ের পক্ষ থেকে জানানো হয়, বনানী এলাকায় অভিযানকালে বিএসটিআই আইন-২০১৮ অনুসারে আমদানি করা শ্যাম্পু, বডি লোশন, সাবান, বডি পাউডার, সলিউবল কফি পাউডার, হ্যান্ড ওয়াশ, স্ক্রিন ক্রিম, চিপস ইত্যাদি পণ্যের অনুকূলে ছাড়পত্র না নিয়েই পণ্য বিক্রয়, বিতরণ ও বাজারজাতের অপরাধ প্রমাণিত হয়।

এ অপরাধে ইউএস ফুড মার্টকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়। একই অপরাধে ইসলামিয়া ফার্মেসিকেও ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।

প্রজন্মনিউজ২৪/ইমরান হোসাইন

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন





ব্রেকিং নিউজ