বশেমুরবিপ্রবির শিক্ষক নিহতের ঘটনায় বিচারের দাবিতে মানববন্ধন

প্রকাশিত: ২০ অক্টোবর, ২০২১ ০৫:০৯:০৫ || পরিবর্তিত: ২০ অক্টোবর, ২০২১ ০৫:০৯:০৫

বশেমুরবিপ্রবির শিক্ষক নিহতের ঘটনায় বিচারের দাবিতে মানববন্ধন

জহরুল ইসলাম,বশেমুরবিপ্রবি প্রতিনিধি: গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বশেমুরবিপ্রবি)এর ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক কাজী মসিউর রহমান রাজিবের নিহত হওয়ার ঘটনায় দায়ী চালকের বিচারের দাবিতে মানববন্ধন করেন ইংরেজি বিভাগের শিক্ষার্থীরা।

আজ,মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তরা দ্রুত সময়ের মধ্যে দায়ী চালকের বিচারের দাবী জানান।

ইংরেজি বিভাগের চতুর্থ বর্ষের এক শিক্ষার্থী বলেন স্যারের হত্যা কান্ডে জড়িত চালকের বিচারের আওতায় আনা রাষ্ট্র ও প্রশাসনের দায়িত্ব কর্তব্য ছিল। কিন্তু দুঃখের বিষয় আজ আবারো আমাদের কে রাস্তায় নামতে হয়েছে। 

তিনি আরো বলেন, প্রশাসন থেকে আমাদের কে ৭২ ঘন্টা সময় দেওয়া হয়েছিল। কিন্তু দুঃখের বিষয় এখনো এই বিষয়ে কোন অগ্রগতি হয়নি। তাই আমরা বলতে চাই চালককে অতিদ্রুত গ্রেফতার করে বিচারের আওতায় আনতে হবে। 

আরেক শিক্ষার্থী আবিদা বলেন, ”আমরা শুধু একজন শিক্ষক হারায়নি, হারিয়েছি দেশ ও জাতীর একজন মেধাবী বুদ্ধি জীবীকে। এই হত্যাকান্ডের বিচারের গাফিলতির জন্য জাতী বহু মশিউর রহমান কে হারাচ্ছে। আমরা নিরাপদ সড়ক ও মিশউর রহমানের ঘটনার দ্রুত বিচার দাবি জানাচ্ছি।

উল্লেখ্য, গত ১৩ অক্টোবর বশেমুরবিপ্রবির শিক্ষক মশিউর রহমান ও তার পরিবার ভ্যানে করে যাওয়ার সময় দ্রুতগামী একটি বাস তাদের ভ্যানে ধাক্কা দেয়। এতে নিহত হয় বশেমুরিপ্রবির শিক্ষক মশিউর রহমান।  

প্রজন্মনিউজ২৪/আল-নোমান
 

এ সম্পর্কিত খবর

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হলে বাঁচবে হাজারও কোটি টাকার সম্পদ

সরদার পাড়া দারুল কোরআন মডেল মাদ্রাসার পরিক্ষার ফল প্রকাশ

৭ দাবিতে কুবি’র তিন দপ্তরে শিক্ষক সমিতির তালা

ইসরায়েল থেকে বিনিয়োগ প্রত্যাহারের দাবিতে মার্কিন বিশ্ববিদ্যালয়ে আন্দোলন

অনির্দিষ্টকালের জন্য বন্ধ চুয়েট, শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ

বশেমুরবিপ্রবিতে গুচ্ছ ভর্তি পরীক্ষার সকল প্রস্তুতি সম্পন্ন

টেকনাফে ১০ কৃষক অপহরণের ঘটনায় আসামি দেলু ডাকাত আটক।

বোরহানউদ্দিনে সাবেক সেনা কর্মকর্তার জানাযা ও দাফন সম্পন্ন

নেতানিয়াহুর পদত্যাগ চান ন্যান্সি পেলোসি

শরীয়তপুরের জাজিরায় হাতবোমার বিস্ফোরণে আহত:৪

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ