ভুল রেফারিং ফের কাঁদাল বাংলাদেশকে

প্রকাশিত: ১৪ অক্টোবর, ২০২১ ০৯:৫৮:২০

ভুল রেফারিং ফের কাঁদাল বাংলাদেশকে

প্রজন্মনিউজ ডেস্ক:-সাফ চ্যাম্পিয়নশিপের উদ্দেশ্যে দেশ ছাড়ার সময় ফাইনালের খেলার আশাবাদ ব্যক্ত করে গিয়েছিলেন বাংলাদেশ ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া। দুর্দান্ত ফুটবল উপহার দিয়ে সেই লক্ষ্যের একদম কাছাকাছিও পৌঁছে গিয়েছিল তারা। কিন্তু বুধবার নেপালের বিপক্ষে ম্যাচের শেষ দিকে জিকোর লাল কার্ড ও বিতর্কিত পেনাল্টিতে স্বপ্ন ভঙ্গ হয়েছে বাংলাদেশের।

বাংলাদেশ কোচ অস্কার ব্রুজোন ম্যাচ শেষে বলেছেন যে, বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র হয়েছে।  ব্রুজোন বলেন, ‘ভারতের বিপক্ষ ড্রয়ের পর থেকেই আমাদের পেছনে যেন কোনো অশুভ শক্তি লেগেছে। বাংলাদেশকে তারা উঠতে দিতে চায় না। আজ সে জন্যই এমন পেনাল্টি দেওয়া হলো। আমরা সবাই ভেবেছিলাম রেফারি গোল কিকের বাঁশি বাজিয়েছেন, অথবা ডাইভিংয়ের, সেখানে এই সিদ্ধান্ত! আমরা হতবাক।’

ব্রুজোন আরও বলেন, ‘আমরা এই টুর্নামেন্টের সেরা না হলেও অন্যতম সেরা দল ছিলাম। আমার খেলোয়াড়রা মাঠে সেটা দেখিয়েছে। ভারত ম্যাচের পরই বলেছিলাম, বাংলাদেশের ফুটবল এখনো মরেনি। কিন্তু অদৃশ্য কোনো একটা শক্তি যেন আমাদের উঠতে দিতে চাইছে না।’ এএফসি কাপের প্রসঙ্গেও ফিরেছেন ব্রুজোন, ‘এএফসি কাপেও (বসুন্ধরা কিংসের ম্যাচে) একই ঘটনা ঘটেছে। যখনই ম্যাচ আমাদের পুরো নিয়ন্ত্রণে তখনই সুশান্তকে লাল কার্ড দেখিয়ে ১০ জন করে দেওয়া হলো।’

টানা চারটি সাফে গ্রুপ পর্ব থেকে বিদায়ের পর বাংলাদেশ এই আসরে শিরোপা জয় নয়, ফাইনালে ওঠার কথাই ভাবছিল। সেই ফাইনালের খুব কাছে এসে এভাবে ফেরা বাংলাদেশের উন্নতিটাকে মুছতে পারবে না বলেই মনে করেন স্প্যানিশ এই কোচ।
প্রজন্মনিউজ২৪/কে.জামান

এ সম্পর্কিত খবর

যুদ্ধকে ‘না’ বলুন, সংলাপের মাধ্যমে বিরোধ নিষ্পত্তি করুন: প্রধানমন্ত্রী

টেকনাফে ১০ কৃষক অপহরণের ঘটনায় আসামি দেলু ডাকাত আটক।

পঞ্চগড়ে বৃষ্টির জন্য ইস্তিস্কার নামাজ আদায়

বোরহানউদ্দিনে সাবেক সেনা কর্মকর্তার জানাযা ও দাফন সম্পন্ন

মোস্তাফিজকে নিয়ে বিসিবির ভাবনা ঠিক নেই: হার্শা ভোগলে

যুদ্ধ বন্ধে পদক্ষেপ নিতে বিশ্বনেতাদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর

বৃষ্টির জন্য ‘সালাতুল ইসতিসকা’র অনুমতি দেয়নি ঢাবি প্রশাসন

ইউপি চেয়ারম্যানরা পদে থেকেই উপজেলা নির্বাচন করতে পারবেন

রুমা উপজেলা ছাত্রলীগের সভাপতিসহ ৭ কেএনএফ সদস্য কারাগারে

জলবায়ু পরিবর্তনের মূল আঘাত যাচ্ছে এশিয়ার ওপর দিয়ে: জাতিসংঘ

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন





ব্রেকিং নিউজ