বরিশালে কোতোয়ালি ও এয়ারপোর্ট থানায় নতুন যানবাহন দিল বিএমপি

প্রকাশিত: ১৬ সেপ্টেম্বর, ২০২১ ০৬:১০:২৯

বরিশালে কোতোয়ালি ও এয়ারপোর্ট থানায় নতুন যানবাহন দিল বিএমপি

 বরিশাল প্রতিনিধি: বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি) কমিশনার মো. শাহাবুদ্দিন খান নগর পুলিশের সেবাকে জনগনের দোরগোড়ায় পৌঁছে দেয়ার প্রচেষ্টায় নানা কর্মসূচি হাতে নিয়েছেন। ইতিমধ্যে কমিউনিটি পুলিশিং ও বিট পুলিশিং স্থানীয় জনমনে ব্যাপক সাড়া জাগিয়েছে বলে তিনি জানান।

বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) বরিশাল মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট ও কোতোয়ালি মডেল থানায় নতুন যানবাহন হস্তান্তর করেছেন পুলিশ কমিশনার শাহাবুদ্দিন খান। কোতোয়ালি ও এয়ারপোর্ট থানার অফিসার ইনর্চাজদের হাতে নতুন যানবাহনের প্রয়োজনীয় কাগজপত্র ও অন্যান্য জিনিসপত্র তিনি বুঝিয়ে দেন। বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি) সদর দপ্তরে যানবাহন হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। এ সময় পুলিশ কমিশনার শাহাবুদ্দিন খান পুলিশকে জনগণের দোরগোড়ায় সর্বোচ্চ সেবা পৌঁছে দেয়ার লক্ষ্যে কাজ করার নির্দেশ দিয়েছেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার প্রলয় চিসিম ও এনামুল হক প্রমুখ।

প্রজন্মনিউজ২৪/এন হাসান
 

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ