ভোলাহাটে মানবেতর দিন কাটছে চরকা মিস্ত্রীদের

প্রকাশিত: ৩১ জুলাই, ২০২১ ০১:০৮:৩৭

ভোলাহাটে মানবেতর দিন কাটছে চরকা মিস্ত্রীদের

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চরকা মিস্ত্রী মোঃ মজিবুর রহমান। সংসারের ৫ জন সদস্য নিয়ে মানবেতর  দিন কাটাচ্ছেন তিনিসহ তাঁর মত আরো প্রায় ২০জন চরকা মিস্ত্রী। ভয়াবহ করোনা থামিয়ে দিয়েছে তাদের জীবনের গতি। দীর্ঘ ২০ বছরের পেশা বন্ধ হয়ে যাওয়ায় দিশেহারা চরকা মিস্ত্রীরা। নির্দিষ্ট পেশা বেছে নিতে পারছেন না তাঁরা। যে যার মত জীবন বাঁচাতে যখন যা পায় সে পেশাতেই লেগে পড়েন। কেউ কেউ ঢাকায় গিয়ে কামলা দিচ্ছেন।

এদিকে এ চরকায় সূতা তৈরী করে ভোলাহাট উপজেলার প্রায় ১০/১৫ হাজার নারীরা অর্থ আয় করে সংসার চালাতেন। চরকা বন্ধ হয়ে যাওয়ায় তাঁদেরও আয় বন্ধ হয়েছে। ফলে তাঁরাও জীবন-জীবিকা নিয়ে সংকটে আছেন। চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট উপজেলার অন্যতম অর্থ আয়ের উৎস ছিল চরকায় সুতা তৈরি করা। চরকায় যাঁদের জীবন। তাদের মধ্যে ভোলাহাট উপজেলার নতুনহাজীপাড়া  গ্রামের মোঃ আরসেদ আলীর ছেলে মোঃ মজিবুর রহমান(৪৮)। তিনি তাঁর কর্ম হারিয়ে এখন ছোট্ট একটি দোকান নিয়ে বসেছেন বাড়ীর সামনে।  

তিনি বলেন, আমি আজ থেকে ২০ বছর পূর্বে রেশম সূতা থেকে পরিত্যক্ত যা বের হয় তাকে লাট(টোপা) বলা হয়। সেই লাট(টোপা) দিয়ে এলাকার দরিদ্র নারীরা চরকা দিয়ে সূতা তৈরী করতেন। সেই সূতা কাটা মেশিনটি নষ্ট হলে আমি মেরামত করতাম। আমার মত ভোলাহাটে আরো ২০/২১জন চরকা ভালো করা মিস্ত্রী আছেন। লাট(টোপা)গুলো আসতো ভারত থেকে। কিন্তু ভয়াবহ করোনার থাবায় দেড় বছর ধরে লাট(টোপা) আসা বন্ধ হয়ে গেছে। ফলে লাট(টোপা) থেকে সূতা তৈরী করা বন্ধ হয়ে গেছে। এত ভোলাহাটের প্রায় ৭ হাজার  নারীর চরকায় সূতা তৈরী করা বন্ধ হয়ে গেছে। সূতা তৈরী বন্ধ হয়ে যাওয়ায়  চরকা নিয়ে কোন নারীরা চরকা ভালো করতে আমার কাছে আসেন না। এতে করে চরকায় সূতা তৈরী করা প্রায় ৬/৭ হাজার নারী বেকার হয়ে পড়েছেন। তাছাড়া আমিসহ ২০/২১জন চরকা  মিস্ত্রী বেকার হয়ে মানবেতর জীবন-যাপন করছেন।

তিনি বলেন, চরকা ভালো করে আমি ১৬/১৭ হাজার টাকা মাসে আয় করতাম। এখন সে আয়টা না থাকায় সংসারের ৫জন সদস্য নিয়ে বাড়ীর সামনে একটি ছোট্ট পান সিগারেরটের দোকান নিয়ে বসেছি। এ দোকান থেকে যে আয় হয় তাতে সংসার চলে না। কাউকে বলতে পারিনা নিজের কষ্টের কথা। খেয়ে না খেয়ে পার করতে হচ্ছে সংসার। করোনার পূর্বে দিনে ১০/১২টি চরকা মেশিন ভালো করে দিনে তিন বেলা খেয়ে ভালো মত সংসার চলতো। এদিকে আমার মত আরো ২০/২১জন চরকা মিস্ত্রী আছেন তাঁরা যেভাবে পারছেন সে ভাবে কষ্টে সংসার চালাচ্ছেন। কেউ কেউ ঢাকায় গিয়ে বিভিন্ন কাজ করছেন।

তিনি বলেন, করোনা থামার কোন লক্ষন পাওয়া যাচ্ছে না। ফলে ভারত থেকে লাট(টোপা) আসবে বলে মনে হয় না। তাই চরকায় সূতা তৈরী আর হবে না বলে শংকা প্রকাশ করেন। মোঃ মজিবুর রহমান বলেন, ভোলাহাট উপজেলায় ২০/২১ জন বেকার চরকা মিস্ত্রীর পরিবারে প্রায় ১’শ২৫জন সদস্য মানবেতর জীবন পার করছেন। তিনি আরো বলেন, এখন পর্যন্ত সরকারী কোন সুযোগ তিনি পাননি।
মোঃ মজিবুর রহমানের স্ত্রী নার্গিস আক্তার বলেন, করোনার পূর্বে আমার স্বামী চরকা মেরামত করে যে আয় করতেন তা দিয়ে সংসারটা বেশ ভালো ভাবেই চলে যেত। কিন্তু চরকায় সূতা তৈরী করা বন্ধ হয়ে যাওয়ায় কেই আর চরকা মেরামত করতে আসেন না। যার কারণে আয় কমে গেছে । খুব কষ্টে সংসার চলছে।

 লাটগুঠি (টোপা) রপ্তানিকারক মোঃ নাসিরুল্লাহ বলেন, আর্ন্তজাতিক বাজার ও করোনার কারণে লাটগুঠির দাম বৃদ্ধি হয়েছে। যার কারণে ভোলাহাটের তৈরী সূতার দাম কমে গেছে। এতে স্থানীয় নারীরা সূতা তৈরী বন্ধ করে দেয়ায় প্রভাব পড়েছে চরকা মিন্ত্রীদের উপর। এখন চরকায় সূতা তৈরী করা নারী ও চরকা মিস্ত্রীরা বেশ কষ্টে আছেন।

 

প্রজন্মনিউজ/সবুজ

এ সম্পর্কিত খবর

প্রচণ্ড গরমে দিনের পরিবর্তে রাতে কাজ করবে ফ্যাক্টরির শ্রমিকরা

জাতীয় পার্টির ভবিষ্যৎ অন্ধকার: কাজী ফিরোজ

আওয়ামী লীগকে ক্ষমতায় রেখে সমস্যার সমাধান হবে না: আব্দুস সালাম

ইউএসএ বাংলা সাহিত্য সম্মেলন-২৪

এলাকার রেজান আলীর প্রতারণার ফাঁদে ফারুক মিয়া

চুয়াডাঙ্গায় আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৪২.৭ ডিগ্রি

গাজীপুরে চিরকুট লিখে স্বামী-স্ত্র‌ীর আত্নহত্যা

কাচিয়ায় ৭নং ওয়ার্ড উপনির্বাচনে প্রার্থীর বিরুদ্ধে জ্বিন প্রতারনা মামলার অনুসন্ধানশ্লিপ পাঠিয়েছে সিআইডি

ঘোড়াঘাটে উপজেলা পরিষদ নির্বাচনে চাপমুক্ত আওয়ামী লীগ

ঘোড়াঘাটে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ