ঠাকুরগাঁওয়ের মানুষের মন কেড়েছে কৃষ্ণচূড়া

প্রকাশিত: ০৮ মে, ২০২১ ১২:০৯:১৬ || পরিবর্তিত: ০৮ মে, ২০২১ ১২:০৯:১৬

ঠাকুরগাঁওয়ের মানুষের মন কেড়েছে কৃষ্ণচূড়া

মু.রাসেল রানা মেহেদী, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি: ঠাকুরগাঁও শহরের ফায়ার সার্ভিস সংলগ্ন বঙ্গবন্ধু সড়কের ডান পাশের একটি গাছে ফুটেছে আগুন রাঙ্গা কৃষ্ণচূড়া। গুড়ি গুড়ি বৃষ্টি ও হালকা বাতাসের দোলে অপরূপ সৌন্দর্য ধারণ করেছে আশে পাশের পরিবেশ। কৃষ্ণচূড়ার অপরূপ এই সৌন্দর্য পথচারীদের নজর কেড়েছে। সড়কের পাশ দিয়ে হেঁটে গেলেই সবার চোখ পড়ে কৃষ্ণচূড়ার উপর।

জানা গেছে, কৃষ্ণচূড়া গাছে লাল, কমলা ও হলুদ ফুল ও উজ্জ্বল সবুজ পাতার সমন্বয়ে এক অপরূপ সৌন্দর্য ধারণ করে। সৌন্দর্য বাড়ানোর পাশাপাশি এ গাছ প্রচণ্ড গরমে ছায়া দেয়। এই গাছের ফুলের রং উজ্জ্বল লাল।পত্রঝরা বৃক্ষ শীতে গাছের সব পাতা ঝরে যায়। ফুলগুলো বড় চারটি পাপড়িযুক্ত। আর পাপড়ি গুলো প্রায় সাত সেন্টিমিটার এর মত লম্বা ধারণ করে।

এর প্রতিটি পাতা ২৫ থেকে ৫০ সেন্টিমিটার লম্বা এবং ২০ থেকে ৪০ টি উপপত্র বিশিষ্ট।
এই কৃষ্ণচূড়া একটি বৃক্ষ জাতীয় উদ্ভিদ যার বৈজ্ঞানিক নাম ডেলোনিক্স রেজিয়া।  এটি ফ্যাবেসি পরিবারে অন্তর্গত একটি বৃক্ষ যা গুলমোহর নামেও পরিচিত।

এই কৃষ্ণচূড়া কালবৈশাখীতে অপরূপ সৌন্দর্য ধারণ করে।

প্রজন্মনিউজ২৪/শাওন

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ