ঠাকুরগাঁওয়ে গলায় ফাঁস লাগানো লাশ উদ্ধার করেছে পুলিশ

প্রকাশিত: ০৬ মে, ২০২১ ১০:৪২:৪৭

ঠাকুরগাঁওয়ে গলায় ফাঁস লাগানো লাশ উদ্ধার করেছে পুলিশ

রাসেল রানা মেহেদী, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলাধীন বাদামবাড়ি (দারিয়াবস্তি) গ্রামে ফিরোজা বেগম (৪০) নামে এক মহিলার গলায় ফাঁস লাগানো লাশ উদ্ধার করেছে বালিয়াডাঙ্গী উপজেলা পুলিশ।

নিহত ফিরোজা বেগম উক্ত গ্রামের আইসুদ্দিনের ছেলে মো: ইসরাইল হকের (৬০) দ্বিতীয় স্ত্রী ও বালিয়াডাঙ্গী উপজেলা মহিষ মারি গ্রামের মৃত আবুল কাশেমের মেয়ে।

ফিরোজার স্বামী ইসরাইলের পরিবারের সদস্যদের কাছে জানা যায়, ইসরায়েলের প্রথম স্ত্রী মারা যাওয়ার পর ফিরোজা বেগম ২০০৭ সালে ইসরাইলের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন। গতকাল মঙ্গলবার (৪ মে) রাতে ফিরোজা নিখোঁজ হলে গ্রামের মানুষ খোঁজাখুঁজি করার পরেও তাকে খুঁজে পায়নি। অবশেষে বুধবার (৫ মে) সকালের দিকে গ্রামের লোক গলায় ফাঁস লাগানো অবস্থায় লাশ বাড়ি থেকে দূরের আমগাছের নিচে দেখতে পাই।

এদিকে ফিরোজার বড় ভাই আবুল কালাম আজাদ জানিয়েছেন- আমার বোনকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে, তারপরে লাশ ছোট একটা আম গাছে ঝুলিয়ে দেয়া হয়েছে আমরা এর বিচার চাচ্ছি। এ ঘটনার পর গ্রামের মানুষও অনেক আতংকিত হয়ে পড়ছে। গ্রামের মানুষ প্রশাসনের কাছে এ ঘটনাটির মূলকেন্দ্রকে বের করে উপযুক্ত শাস্তির দাবি জানিয়েছেন।

এ ব্যাপারে বালিয়াডাঙ্গী পুলিশ জানিয়েছেন- এটা হত্যা না আত্মহত্যা আমরা তা তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নিব।#

প্রজন্মনিউজ২৪/এফএম
 

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ