ভারতে কোভিড-১৯ শনাক্তের সংখ্যা দুই কোটির কাছাকাছি 

প্রকাশিত: ০৩ মে, ২০২১ ০৪:৩২:১২

ভারতে কোভিড-১৯ শনাক্তের সংখ্যা দুই কোটির কাছাকাছি 

ভারতে বইছে প্রাণঘাতী করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ। ভাইরাসের নাজেহাল অবস্থায় থাকছে না আক্রান্তের সংখ্যা। তারই মধ্যে ১৩৫ কোটি জনসংখ্যার দেশটিতে শনাক্তরের সংখ্যা দুই কোটির কাছাকাছি পৌঁছে গিয়েছে।   

আজ (৩ মে) সকালে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় আগের ২৪ ঘণ্টায় আরও তিন লাখ ৬৮ হাজার ১৪৭ জন নতুন রোগী শনাক্ত হওয়ার কথা জানিয়েছে। এই নিয়ে টানা ১২তম দিনের মতো ভারতে তিন লাখের বেশি রোগী শনাক্ত হল। এরই মধ্যে দেশটিতে শনাক্ত মোট করোনাভাইরাস রোগীর সংখ্যা এক কোটি ৯৯ লাখ ২৫ হাজার ৬০৪ জনে দাঁড়িয়েছে বলে স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যে দেখা গেছে। 

একই সময় কোভিড-১৯ এ আরও ৩৪১৭ জনের মৃত্যু হয়েছে বলে স্বাস্থ্য মন্ত্রণালয়টি জানিয়েছে। এতে দেশটিতে মৃতের মোট সংখ্যা দুই লাখ ১৮ হাজার ৯৫৯ জনে দাঁড়িয়েছে।


এক দিনে চার লাখ রোগী শনাক্তের নতুন বিশ্বরেকর্ড ভারতকে দেখতে হয়েছে দুই দিন আগে। বিশ্বের সবচেয়ে বড় টিকা উৎপাদনকারী দেশ হয়েও করোনাভাইরাসের টিকার ঘাটতি দেখা দিয়েছে বিভিন্ন রাজ্যে। হাসপাতালে জায়গা নেই, জীবন রক্ষাকারী অক্সিজেনের মজুদ শেষ হয়ে যাচ্ছে। ভারতের বড় বড় শহরে প্রতিদিন শ্মশানগুলোতে হাজারো মানুষের দাহ হচ্ছে, লাশ পোড়া গন্ধ আর ভষ্মে ভারী হয়ে উঠছে বাতাস, আকাশ হয়ে উঠেছে ধূসর, মহামারী যেন অনন্ত মৃত্যুর মিছিলে পরিণত হয়েছে।

মেডিকেল বিশেষজ্ঞরা বলছেন, ১৩৫ কোটি জনসংখ্যার দেশটিতে প্রকৃত আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা সরকারি হিসাবের চেয়ে পাঁচ থেকে ১০ গুণ বেশি হবে। 

দেশটির অন্তত ১১টি রাজ্য ও কেন্দ্র শাসিত অঞ্চল সংক্রমণের রাশ টেনে ধরতে বিভিন্ন ধরনের বিধিনিষেধ আরোপ করেছে, কিন্তু দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকার অর্থনীতিতে প্রভাব নিয়ে উদ্বিগ্নতার কারণে দেশজুড়ে লকডাউন জারি করার বিষয়ে অনাগ্রহী বলে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে।


প্রজন্মনিউজ২৪/এসএ

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ