মৌলভীবাজার মহাসড়কের পাশে ময়লার স্তূপ: দুর্ভোগে পথচারী ও যাত্রীরা

প্রকাশিত: ০৪ নভেম্বর, ২০২০ ০৫:১৮:১২

মৌলভীবাজার মহাসড়কের পাশে ময়লার স্তূপ: দুর্ভোগে পথচারী ও যাত্রীরা

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের রাজনগর উপজেলার মুন্সিবাজার একটি সুনামধন্য বাজার। যেখানে প্রতিদিন হাজার হাজার  লোকের সমাগম। দুংখের বিষয় এই যে, এই বাজারে নেই কোনো বর্জ্য নিষ্কাশন ব্যবস্থা।

মুন্সিবাজারের উত্তর বাজার সিএনজি স্টেশন এশিয়া সিলেট মৌলভীবাজার মহাসড়কের পাশেই অবস্থিত। যেখানে গড়ে তোলা হয়েছে ময়লার অঙ্গরাজ্য।

স্থানীয় ভুক্তভোগী হামিদুর রহমান জানান, এ বাজারে  প্রতিদিন বাজার করতে আসেন তিনি। এসব ময়লা আবর্জনার ফলে বাজার করতে অনেক সমস্যা হয়। তাছাড়া দোকানদার মিজানুল রহমান জানান, সিএনজি স্টেশনের পাশেই তার দোকান। এই ময়লার বাঁশি গন্ধের ফলে তার শ্বাসকষ্ট দেখা দিয়েছে। এজন্য এখন তার চিকিৎসার প্রয়োজন বলে মনে করেন।

এ বিষয়ে বাজার সমিতির সভাপতি সাতির মিয়া বলেন, বাজারে ময়লা ফেলার মতো নির্দিষ্ট কোনো জায়গা নেই। এ ছাড়া এ বিষয়ে রাজনগর উপজেলা চেয়ারম্যান শাহজাহান খান প্রজন্ম নিউজকে জানান, এ ব্যপারে তার কাছে নির্দিষ্ট অভিযোগ নেই। তবে এ বিষয়ে তিনি অতি তাড়াতাড়ি ব্যবস্থা গ্রহণ করবেন।

প্রজন্মনিউজ২৪/এমএস

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ