করোনা উপসর্গ নিয়ে আনসারের মৃত্যু

প্রকাশিত: ২৩ জুন, ২০২০ ০৫:৫৪:৪৯

খাগড়াছড়ি জেলা প্রতিনিধি : খাগড়াছড়ির দীঘিনালায় করোনাভাইরাসের উপসর্গ নিয়ে এক আনসার সদস্যের মৃত্যু হয়েছে। মৃত আনসার সদস্যের নাম আবদুস সাত্তার (৫৩)।

তিনি ৩২ ইবি দীঘিনালা জোনের আওতাধীন ২৩ আনসার জামতলী ব্যাটালিয়নের নায়েক পদে কর্মরত ছিলেন। তার বাড়ি পঞ্চগড় জেলার দেবীগঞ্জ থানার চতুরাডঙ্গী গ্রামে।

দীঘিনালা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা (তদন্ত) তালুকদার জানান, ১৭ জুন করোনা উপসর্গ দেখা দেয়ায় দীঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মাধ্যমে করোনাভাইরাসের নমুনা সংগ্রহ করা হয়। তবে রিপোর্ট এখনো আসেনি। রিপোর্ট পাওয়ার পর তিনি করোনা আক্রান্ত ছিলো কিনা জানা যাবে।

জানা যায়, সোমবার (২২ জুন) সকালে আনসার সদস্য আবদুস সাত্তার (৫৩) তীব্র শ্বাসকষ্ট দেখা দিলে তাৎক্ষণিক ব্যাটালিয়ন সদরের অন্য সদস্যরা দীঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার পথে মৃত্যুবরণ করেন।

২৩ আনসার জামতলী ব্যাটালিয়ন সূত্রে আরো জানা যায়, আবদুস সাত্তার পূর্ব হতে শ্বাসকষ্টের রোগী ছিলেন। গত এক সপ্তাহ পূর্বে পনের দিনের ছুটিতে কোয়ারেন্টিনে থেকে ব্যাটালিয়ন সদরে যোগদান করেন।

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ