সৌদিতে ঈদের ছুটিতেও কারফিউ

প্রকাশিত: ১৩ মে, ২০২০ ০৯:৪১:৩৫

সৌদিতে ঈদের ছুটিতেও কারফিউ

করোনা ভাইরাস প্রতিরোধে আসন্ন ঈদুল ফিতরের ছুটিতেও ২৪ ঘণ্টা কারফিউ জারি করেছে সৌদি আরব। মঙ্গলবার (১২ মে) দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই ঘোষণা দিয়েছে। করোনার বিস্তার ঠেকাতেই এমন সিদ্ধান্ত নিয়েছে দেশটি। খবর আরব নিউজ, রয়টার্স।

দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আরব নিউজ এক প্রতিবেদনে জানিয়েছে, আগামী ২৩ থেকে ২৭ মে ঈদুল ফিতরের ছুটির পাঁচ দিন সৌদি আরবে পুরোপুরি লকডাউন বিরাজ করবে। লকডাউন পুরোপুরি বাস্তবায়ন করতে এ সময় কারফিউ জারি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ছুটি শুরু হওয়ার আগে পুরো রমজান মাসে দেশটিতে দোকান ও ছোট ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখার পূর্বের সিদ্ধান্ত এখনও বহাল আছে। নতুন ঘোষিত কারফিউ ২৩ মে থেকে ২৭ মে পর্যন্ত জারি থাকবে। এর আগ পর্যন্ত শুধু মক্কা ব্যতিত অন্যান্য অঞ্চেল সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বাণিজ্যিক ও ব্যবসায়িক প্রতিষ্ঠান খোলা থাকবে। মক্কাতে ২৪ ঘণ্টার কারফিউ জারি রয়েছে।

এর আগে সৌদি আরবের বেশিরভাগ অঞ্চল ও শহরে ২৪ ঘণ্টার কারফিউ জারি করা হয়েছিল। তবে রমজানের শুরুতে তা শিথিল করা হয়। তবে করোনা ভাইরাসের বেশি প্রাদুর্ভাব থাকা এলাকাগুলোতে লকডাউন শিথিল করা হয়নি।

উল্লেখ্য, এ পর্যন্ত সৌদি আরবে করোনা ভাইরাসে আক্রান্ত ৪২ হাজার ৯২৫, সুস্থ হয়েছে ১৫ হাজার ২৬৭, আর মারা গেছে ২৬৪ জন।

প্রজন্ম নিউজ/নুর

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ