জামালপুরে প্রচণ্ড তাপপ্রবাহে জনজীবন অতিষ্ঠ

প্রকাশিত: ২১ এপ্রিল, ২০২৪ ০৩:১৭:২৭

জামালপুরে প্রচণ্ড তাপপ্রবাহে জনজীবন অতিষ্ঠ

জামালপুর প্রতিনিধি: বাংলা সনের প্রথম মাস বৈশাখ। এ বৈশাখের শুরুতেই মৃদু তাপপ্রবাহ বয়ে চলায় জামালপুরের যমুনাপাড়ের এলাকার মানুষের জনজীবন অতিষ্ঠ হয়ে পড়েছে।

ঈদের পর থেকেই ভ্যাপসা গরম পড়তে শুরু করেছে।সকালে কিছুটা ঠান্ডা ঠান্ডা ভাব থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে সূর্যের প্রখরতা আর প্রচন্ড তাপ। এতে পুরো শহরজুড়ে তীব্র উত্তাপ ছড়িয়ে পড়ে। এলাকার নিম্ন আয়ের শ্রমজীবী মানুষেরা পড়েছেন চরম বিপাকে। দিনমজুর , মাটিকাটা শ্রমিক, ট্রাক্টর শ্রমিক, রিকশা শ্রমিকদের গরমে হা-হুতাশ করতে দেখা গেছে। কিছুটা কাজ করার পরই হাঁপিয়ে পড়ছেন তারা।

মোহাম্মদ রফিক মিয়া নামক এক কৃষক বলেন, তীব্র গরমে মাঠে আমরা কাজ করতে পারি না। এখন পাট বোনার সময়। বৃষ্টি না হওয়াতে আমরা পাটও বুনতে পারতেছি না। মেশিনের মাধ্যমে পানির সেচ দিয়ে হচ্ছে। একটু পর পর গোসল করতে হচ্ছে।

শাকিল নামক স্কুল পড়ুয়া ছাত্র বলেন, অনেক গরমে ছাতা ছাড়া বাড়ি থেকে বের হতে পারছি না।স্কুলেও যাওয়া যাচ্ছে নাহ্।

জামালপুরে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৮;ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৪ ডিগ্রি সেলসিয়াস।

জামালপুরের ওপর দিয়ে মৃদু তাপ্রবাহ বয়ে চলছে। এ অবস্থা আরও সপ্তাহখানেক চলতে পারে।


প্রজন্মনিউজ২৪/এফএইচ

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ