পঞ্চগড় কারাবন্দীসহ করোনা শনাক্ত ২

প্রকাশিত: ১১ মে, ২০২০ ০৯:১৫:২৫

পঞ্চগড় কারাবন্দীসহ করোনা শনাক্ত ২

পঞ্চগড় জেলায় আরো ২ জনের করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে একজন পঞ্চগড় জেলা কারাগারের বন্দী অন্যজন হলেন ঢাকা ফেরত যুবক।

পঞ্চগড়ের সিভিল সার্জন ডা. মো. ফজলুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। এ নিয়ে জেলায় মোট ১৩ জন করোনা পজেটিভ শনাক্ত হলেন।

পঞ্চগড় জেলা কারাগারের বন্দি আক্তারুল ইসলাম (২৫) ও অপরজন উত্তম কুমার রায় (৩১)। তার বাড়ি জেলার দেবীগঞ্জ উপজেলার পামুলী ইউনিয়নের খোচাবাড়ি গ্রামে। সে ঢাকা থেকে গ্রামের বাসায় আসেন।

সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, গত ৭ মে ৭৮ জনের নমুনা সংগ্রহ করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

রবিবার রাতে (১০ মে) করোনা পরীক্ষার ফলাফলে এই দুজনের করোনা পজেটিভ ফলাফল আসে। তবে জেলাখানায় বন্দির করোনা আক্রান্তের বিষটি সম্পর্কে তিনি বলেন, এটা যতদুর সম্ভব হাজতিদের মাধ্যমে ছড়াতে পারে । আক্রান্ত ব্যক্তিতে পুরোপুরি আলাদা করে রাখা হয়েছে । জেলখানায় ডাক্টারদের নজরদারি জোরদার করা হয়েছে বলে জানান তিনি।

এর আগে গত ৫ মে পঞ্চগড় জেলা কারাগারের এক বন্দির করোনা শনাক্ত হওয়ার ঘটনায় কারাগারের ৫৫ জন বন্দির করোনা নমুনা পরীক্ষা করা হয়। সেই বন্দিদের মধ্যে আরও একজনের করোনা পজেটিভ হল ।এনিয়ে পঞ্চগড় জেলা করাগারে দুইজন বন্দি করোনা অক্রান্ত হয়েছেন।

প্রজন্ম নিউজ/নুর

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ