জুড়ীতে আগর গাছের বাগান পুড়ে ছারখার

প্রকাশিত: ১৯ মার্চ, ২০২০ ০৩:৫৯:১৮

জুড়ীতে আগর গাছের বাগান পুড়ে ছারখার

মৌলভীবাজার প্রতিনিধি: মঙ্গলবার বিকাল আনুমানিক  সাড়ে ৫টার দিকে জুড়ী উপজেলার জায়ফরনগর ইউপির পূর্ব চাটেরা,বাহাদুরপুর ও পূর্ব হামিদপুর গ্রামে আয়শা খালিক গার্ডেন, সজ্জাদ আলী ও ইমান আলীর মালিকানাধীন আগর বাগানে দুর্বৃত্তরা আগুন লাগিয়ে দেয়।

মৌলভীবাজরের জুড়ীতে দূর্বৃত্তের আগুনে আগর বাগান পুড়ে ছাঁই হয়েছে। আগুন লেগে প্রায় ৩ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। মুহুর্তেই আগুন ছড়িয়ে যায় পুরো বাগানে। নিধন হয় প্রাকৃতিক সৌন্দর্য্যের প্রতীক আতর শিল্পের প্রধান উপকরণ প্রায় অর্ধকোটি আগর গাছ। আগুন দেখে নিয়ন্ত্রনে আনতে ছুটে আসেন স্থানীয় এলাকার লোকজনসহ পথচারীরা। পরে কুলাউড়া ফায়ার সার্ভিসে একটি ইউনিট প্রায় সাড়ে ৩ ঘন্টা প্রচেষ্টা করে আগুন নিয়ন্ত্রনে আনেন।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, তিনটি বাগানের ৪৮ বিগা জমির আগর গাছসহ আরও বিভিন্ন ধরনের চারা পুড়েছে।এতে প্রায় ৩ কোটি টাকার গাছপাল পুড়ে ছাঁই হয়েছে। এছাড়াও বাগানে বসবাসরত বিভিন্ন জাতের বন্য প্রাণী পুড়ে ছাঁই হয়ে গেছে। চৌধুরী আয়শা খালেক গার্ডেন সত্ত্বাধিকারী জায়েদ আনোয়ার চৌধুরী জানান, শত্রুতার জেরে দূর্বৃত্তরা আগর বাগানে আগুন দিয়ে পালিয়ে যায়।এছাড়াও তিনি আরও বলেন, যারাই আগুন দিয়েছে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে।

 প্রজন্মনিউজ২৪/মেহেদী/মারুফ

 

 

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ