সফলতার দিকে জামিয়া কুরআনিয়া মাদ্রাসা

প্রকাশিত: ১১ ফেব্রুয়ারী, ২০২০ ০১:৫৮:১০ || পরিবর্তিত: ১১ ফেব্রুয়ারী, ২০২০ ০১:৫৮:১০

সফলতার দিকে জামিয়া কুরআনিয়া মাদ্রাসা

ফেনী (ফুলগাজী) প্রতিনিধি:  ফেনীর ফুলগাজী উপজেলার উওর আনন্দপুর গ্রামে জামিয়া কুরআনিয়া মাদ্রাসা অবস্থিত।

২০১৬ সালে স্থানীয় বিশিষ্ট শিল্পপতি আবু তৈয়ব পাটোয়ারী এটি প্রতিষ্ঠা করেন। মাদ্রাসার পরিচালক মুফতি আবদুর রহমান গিলমান বলেন, এখানে তিনটি বিভাগ রয়েছে। নূরানী, হাফেজী, এবং কিতাব বিভাগ। নূরানী বিভাগে ২২০ জন ছাত্র/ছাত্রী, হিফজ বিভাগে ৪০ জন ও কিতাব বিভাগে ৪০ জন ছাত্র রয়েছে। হিফজ  শাখা হতে প্রতিবছর ৫ জন করে হিফজ সমাপ্ত করে। ১০ জন শিক্ষক সহ ২ জন স্টার্ফ কর্মচারী রয়েছে।

আবাসিক অনাবাসিক ২ টি শাখা রয়েছে,আবাসিকে ৯০ জন ছাত্র থাকে। এলাকাবাসীদের মধ্যে মোঃ মরম আলী বলেন আমার ছোট ছেলে মিনহাজ শিশু শ্রেনী থেকে প্রথম শেনীতে পদার্পন করেছে। মাদ্রাসার উন্নত পাঠদানে আমরা সন্তুষ্ট। এ ছাড়াও এলাকাবাসীরা অত্যন্ত আনন্দিত  অল্প সময়ের মাঝে প্রতিষ্ঠানটির সুনাম অর্জনে।

পরিচালক আরোও বলেন, স্থানীয়দের কাছ থেকে আমরা ব্যাপক সাড়া পাচ্ছি, আমাদের লক্ষ ও উদ্দেশ্য ইসলামী জ্ঞান অর্জনের মাধ্যমে মুসলিম জনসাধারনের মাঝে ইসলামী সহীহ রুপ রেখা পেশ করা। তিনি সকলের নিকট মাদ্রাসার সফলতা ধরে রাখার জন্য দোআ কামনা করেন।

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ