২১২ রানের টার্গেট দিল যুবাদের

প্রকাশিত: ০৬ ফেব্রুয়ারী, ২০২০ ০৫:৪৮:৪৪ || পরিবর্তিত: ০৬ ফেব্রুয়ারী, ২০২০ ০৫:৪৮:৪৪

২১২ রানের টার্গেট দিল যুবাদের

আজকের ম্যাচ জিতলেই ইতিহাসে প্রথমবারের মতো ওয়ানডে বিশ্বকাপের ফাইনাল খেলবে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। এমন গুরুত্বপুর্ণ ম্যাচের প্রথমার্ধে নিজেদের সেরাটা উজার করে দিয়েছে ছেলেরা। যুব বিশ্বকাপের সেমিফাইনালে আজ কিউইরা থেমেছে ৫০ ওভারে ৮ উইকেটে ২১১ রান তুলে। ৩ উইকেট নিয়েছেন বাংলাদেশের শরিফুল।

টস জিতে ফিল্ডিংয়ে নেমেই কিউইদের চেপে ধরেছিল টাইগার যুবারা। দলীয় ৫ রানেই শামিম হাসানের বলে ক্যাচ তুলে দেন রেইস মারিউ (১)। এরপর রকিবুল হাসানের শিকার ওজে হোয়াইট (১৮)। ফার্গুস লেমান ২৪ রান করে শামিমের দ্বিতীয় শিকারে পরিণত হলে ৫৯ রানে ৩ উইকেট হারায় কিউইরা। অধিনায়ক জেসি টাসকফকে (১০) ফেরত পাঠান হাসান মুরাদ।

এরপর পঞ্চম উইকেটে প্রতিরোধ গড়েন নিকোলাস লিডস্টোন (৪৪) এবং বি হুইলার ৬৭ রানের জুটি গড়ে বিপদ সামাল দেন। নিকোলাসকে ফিরিয়ে এই জুটি ভাঙেন শরিফুল। হুইলার হাফ সেঞ্চুরি করলেও উইকেটকিপার সানডি ফিরেন মাত্র ১ রান করে। ১৪২ রানে ৬ উইকেট হারায় নিউজিল্যান্ড। শরিফুলের দ্বিতীয় শিকার ক্লার্ক (৭)। এই পেসারের তৃতীয় শিকার জো ফিল্ড (১২)। ৮৩ বলে ৭৫ রানের অপরজিত ইনিংস খেলেন হুইলার।

প্রজন্মনিউজ২৪/রেজাউল

 

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন





ব্রেকিং নিউজ