বুদ্ধিজীবিদের উচিত গোমাংসের সাথে সাথে কুকুরের মাংসও খাওয়া

প্রকাশিত: ২৩ জানুয়ারী, ২০২০ ০৬:০৬:২৩ || পরিবর্তিত: ২৩ জানুয়ারী, ২০২০ ০৬:০৬:২৩

বুদ্ধিজীবিদের উচিত গোমাংসের সাথে সাথে কুকুরের মাংসও খাওয়া

ভারতের ক্ষমতাসীন দল বিজেপির অন্যতম নেতা দিলিপ ঘোষ গত সোমবার এক জনসমাবেশে বলেন, ‘যে সব বুদ্ধিজীবিরা মনে করেন আপনাদের কাছে সব মাংসই একই রকম তা্হলে আপনারা গোমাংসের সাথে সাথে কুকুরের মাংসও ভক্ষণ করবেন।’


তিনি আরো বলেন, ‘আমাদের ভারতের গরু তাদের দুধে সোনা বহন করে। বিদেশি গরু আমাদের মা নয় আমাদের মাসি। আমাদের দেশি গরুর কিছু আলাদা বৈশিষ্ট আছে। আমাদের গরুর দুধের সাথে সোনা মিশ্রিত আছে তাই এদের দুধ সোনালী দেখায়। এই গরুর রক্তে এক প্রকার পদার্থ আছে যা সূর্যের আলোর সাহায্যে সোনা উৎপাদনে সাহায্য করে । সুতরাং, আমাদের উচিত এই সকল গরুর দুধ খাওয়া। আমরা যদি তাদের দুধ খাই তবেই কেবল আমরা স্বাস্থবান ও রোগ প্রতিরোধি হতে পারব ‘


বিজেপির এই প্রধান আরো বলেন. আমরা যে সকল বাছুর বিদেশ থেকে আমদানি করি সেগুলোও আসল গরু নয়, সেগুলো এক প্রকারের জানোয়ার। এসকল বিদেশি গরুরা ভালো আওয়াজ করতে পারে না। সেগুলো আমাদের গোমাতা নয়, আমাদের মাসি।  গরু হচ্ছে আমাদের মা। আমরা গরুর দুধ খেয়ে বেঁচে থাকি। সুতরাং যদি কেউ আমাদের মায়ের সাথে অসদাচারণ করে তবে আমরা তাকে উচিত শিক্ষা দেব। ভারতের বুকে গোহত্যা এবং গোমাংশ ভক্ষণ করা মহা অপরাধ। আমরা সে সকল মহাজ্ঞানীদের আক্রমন  করব যারা খোলা সড়কে গোমাংস খাবে। তারা আসলে বিদেশী পোষা কুকুরের মলমূত্র পরিষ্কার করে গর্বিত হয় ।

কিছু মহাজ্ঞানীরা রাস্তায় সরাসরি গোমাংস ভক্ষণ করে আমি তাদের বলতে চাই, আপনারা শুধু গোমাংস কেন ভক্ষণ করেন আপনাদের উচিত কুকুরের মাংসও খাওয়া। যেহেতু তাদের কাছে সব মাংসই সমান তাই তাদের যেকোন মাংস খেলেই স্বাস্থ হবে। কিন্তু কেন আপনারা খোলা রাস্তায় গোমাংস খাবেন? আপনারা এটা বাড়ির ভেতর করতে পারেন খোলা রাস্তায় নয়।

কলকাতা থেকে ১০০ কিলোমিটার দূরে অবস্থিত বর্ধমানের এক জনসমাবেশে বিজেপির এই নেতাি এসব কথা বলেন।

তথ্যসূত্রঃ এনডিটিভি

প্রজন্মনিউজ২৪/ সজীব

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ