পেঁয়াজের ঝাঝ শেষ না হতেই লবন নিয়ে শুরু হয়েছে কারাকারি

প্রকাশিত: ২০ নভেম্বর, ২০১৯ ০৬:৫৮:১৪ || পরিবর্তিত: ২০ নভেম্বর, ২০১৯ ০৬:৫৮:১৪

পেঁয়াজের ঝাঝ শেষ না হতেই লবন নিয়ে শুরু হয়েছে কারাকারি

গাইবান্ধা সদর উপজেলা প্রতিনিধিঃ গাইবান্ধা সহ সারা দেশে শুরু হয়েছে লবনের গুজব। পেঁয়াজের দাম না কমতেই হঠাত করেই লবনের দাম বৃদ্ধির গুজব শুনে হুমরি খেয়ে লবন সংগ্রহ শুরু করে সাধারন ক্রেতারা। সুজগ বুঝে চড়াদামে লবন বক্রি শুরু করে লবন ব্যাবসায়ীরা।

সাধারন ক্রেতারা ক্ষোভ প্রকাশ করে বলছে কি শুরু হয়েছে দেশে ৪০ টাকান পেঁয়াজ ৩০০ টাকা আবার ২০ টাকার লবন ১০০ টাকা সাধারন মানুষ খাবে কি?

তারা বানিজ্যমন্ত্রির উদ্দেশ্য করে বলেন দয়া করে নিত্য প্রয়োজনীয় দ্রব্যর মুল্য কমান দিন মুজুর বাচান।

এ সময় ব্যাবসায়ীদের হঠাত করে লবন চড়াদামে বিক্রির কারন জানতে চাইলে তারা বলে বাজারে চাহিদা বেশির ফলে দোকানে লবনের সংকট তাই চড়াদামে বিক্রি করতে হচ্ছে লবন।

গুজবে  লবনের দাম বৃদ্ধি হলে বিভিন্ন জায়গায় অভিজান চালায় গাইবান্ধা জেলা পুলিশ। অভিজান চালিয়ে অনেক সিন্ডিকেট করা লবন জব্দ করে। এবং বিক্রেতাকে হুশিয়ার করে বলেন। নির্ধারিত বাজারের চেয়ে বেশি দামে লবন সহ জাবতিয় দ্রব্য বিক্রি করলে কঠোর ব্যাবস্থা নেয়া হবে।

প্রজন্মনিউজ২৪/রেজাউল/ মোঃ নাজমুল

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ