বৃষ্টি উপেক্ষা করে খুলনায় আবরার হত্যার প্রতিবাদে মানববন্ধন

প্রকাশিত: ১০ অক্টোবর, ২০১৯ ১১:০৩:১৮

বৃষ্টি উপেক্ষা করে খুলনায় আবরার হত্যার প্রতিবাদে মানববন্ধন

শেখ আহমেদ সালমান, খুলনাঃ  বিচারবহির্ভূত নানা ধরনের হত্যাকাণ্ড চলছে।পাশাপাশি চলছে বিচারহীনতার সংস্কৃতি।যার কারনে অপরাধিরা প্রকাশ্য অপরাধ করেও ক্ষমতার জোরে পার পেয়ে যাচ্ছে।যা একটি স্বাধীন এবং গণতান্ত্রিক রাষ্ট্রে চলতে পারে না।

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ( বুয়েট ) শিক্ষার্থী আবরার ফাহিদকে হত্যার প্রতিবাদে গতকাল বুধবার সকাল সাড়ে ১০ টায় নগরির বিএল কলেজের সামনে এক মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষার্থীরা এসব কথা বলেন। সাধারন শিক্ষার্থীবৃন্দের ব্যানারে বিএল কলেজ ছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বৃষ্টি উপেক্ষা করে ঐ মানববন্ধনে অংশগ্রহন করেন।

মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষার্থীরা আবরার হত্যার প্রতিবাদের বিভিন্ন স্লোগান লেখা প্ল্যাকার্ড ব্যবহার করেন।

অবিলম্বে আবরার হত্যাকাণ্ডে জড়িতদের দৃষ্টান্তমুলক শাস্তিসহ সকল বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করে ও ভবিষ্যতে যেন আর কোন আবরার এমন হত্যাকাণ্ডের শিকার না হন রাষ্ট্রের কাছে এমন দাবি তুলে ধরেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।

প্রজন্মনিউজ২৪/রেজাউল

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ