পশ্চিমবঙ্গে মমতার হ্যাট্রিক

প্রকাশিত: ২৩ মে, ২০১৯ ০১:৪৬:৪৬

পশ্চিমবঙ্গে মমতার হ্যাট্রিক

বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক রাষ্ট্র ভারতের সপ্তদশ লোকসভা নির্বাচনের ভোট গণনা শেষ।  প্রাথমিক ফল অনুযায়ী, দেশজুড়ে বড় ব্যবধানে এগিয়ে আছে ক্ষমতাসীন নরেন্দ্র মোদির বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোট। তবে পশ্চিমবঙ্গের সিংহাসন বরাবরের মতো দখলে রেখেছে তৃণমূল কংগ্রেস। 

৪২টি আসনের মধ্যে ২৫টিতে জয় নিশ্চিত করে পশ্চিমবঙ্গে টানা তৃতীয়বারের মতো সরকার গঠন করতে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ঘোষিত ফলাফলে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস পেয়েছে ২৫টি আসন। ভারতীয় জনতা পার্টি (বিজেপি) পেয়েছে ১৬টি আসন। প্রদেশটিতে কংগ্রেস পেয়েছে মাত্র ১টি আসন।

আজ বৃহস্পতিবার সকাল ৮টায় ভোট গণনা শুরু হয়। ভারতীয় নির্বাচন কমিশনের প্রাথমিক গণনায়, ৫৪২ আসনের পার্লামেন্টে ৩২৮ আসনে এগিয়ে বর্তমান ক্ষমতাসীন বিজেপি নেতৃত্বাধীন জোট এনডিএ। এদিকে, কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ জোট এগিয়ে রয়েছে ১০২ আসনে। অন্যান্য দলগুলোর অবস্থান ১১৬।

তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ২০১১ সালে ৩৪ বছরের বাম শাসনের অবসান ঘটিয়ে ক্ষমতায় আসেন। ২০১৪ সালের লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের ৪২টি আসনের মধ্যে মমতা পান ৩৪টি আসন। কংগ্রেস তাদের থলিতে ভরে চারটি আসন। আর বামফ্রন্ট এবং বিজেপি পায় দুটি করে আসন। এবার নির্বাচনের আগেই মমতা লক্ষ্য নেন ৪২টি আসনের সবগুলোতেই জেতার।

প্রজন্মনিউজ২৪/মামুন

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন





ব্রেকিং নিউজ