আইসিসি ক্রিকেট বিশ্বকাপ ২০১৯

বিশ্বকাপে দল পর্যালোচনা: ভারত

প্রকাশিত: ২৫ এপ্রিল, ২০১৯ ০৬:৫৩:২১ || পরিবর্তিত: ২৫ এপ্রিল, ২০১৯ ০৬:৫৩:২১

বিশ্বকাপে দল পর্যালোচনা: ভারত

এম এ মামুন হাসান, স্টাফ রিপোর্টার: কাউন্টডাউন চলছে বিশ্বকাপের। বাকি নেই বেশিদিন। আসন্ন ইংল্যান্ড বিশ্বকাপে সকলেই ফেবারিটের তালিকায়  রাখছে ভারতকে । ২০১৯ বিশ্বকাপে  যে কয়টি দল শিরোপার দাবিদার তার মধ্যে অনত্যম একটি দল হচ্ছে দুই বারের বিশ্বচ্যাম্পিয়ন ভারত। জনপ্রিয় ক্রিকেট ওয়েবসাইট ক্রিকইনফোও বলছে যে, ভারত এবার সর্বকালের সেরা বিশ্বকাপ দল তৈরি করেছে। তাদের দলে এমন কিছু বিশ্বমানের খেলোড়ার আছে যারা যে কোনো সময় যে কোনো কন্ডিশনে একাই ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা রাখে।

এদের মধ্যে অন্যতম একজনের নাম হচ্ছে বিরাট কোহলি যিনি বর্তমান বিশ্বের এক নম্বর ব্যাটসম্যান।ভারতের এই অধিনায়ক এর উপরই দায়িত্ব থাকবে এবার তৃতীয় বার বিশ্বকাপ জেতানোর।এজন্য ভারতীয দল ও ক্রিকেটপ্রেমীরা  এবার তার দিকে অনেক আশা নিয়ে তাকিয়ে রয়েছেন ।তিনি  ব্যাট করবেন তিন নম্বর পজিশনে। রীতিমত ওপেন করতে নামবেন শিখর ধাওয়ান ও রোহিত শর্মা।

২০১৫ সালে বিশ্বকাপে ও ২০১৭ সালে চ্যাম্পিয়ন ট্রফিতে ভারতের সর্বোচ্চ রান সংগ্রহকারী শিখর ধাওয়ান ভারতীয় বাঁহাতি ব্যাটসম্যান গত বছর একেবারে স্বপ্নের ফর্মে ছিলেন।আর তাই ভারতীয় দলে আগে থেকেই তার স্থান পাকা হয়ে যায়।তিনটে ডবল সেঞ্চুরির মালিক ব্যাটসম্যান রোহিত শর্মা বিশ্বকাপ খেলছে এটা আগে থেকেই নিশ্চিত ছিল। ভারতের বিশ্বকাপ দলে শুধু দুটি জায়গা নিয়েই আলোচনা ছিল। জায়গা দুটি হলেও তিনজন ক্রিকেটারের ভাগ্য ঝুলছিল সেখানে।

ভারতের বিশ্বকাপ দল নিয়ে মূল আলোচনা ছিল একাদশে চারে নামবেন কে? ওপেনিংয়ে রোহিত শর্মা ও শিখর ধাওয়ানের জায়গা পাকা। এরপরই বিরাট কোহলি। কিন্তু চ্যাম্পিয়নস ট্রফির পর থেকে চার নিয়ে বিপদে দলটি। একের পর এক ব্যাটসম্যানকে সুযোগ দিয়েও লাভ হয়নি। আর এই পজিশনে চমক দিয়ে দলে জায়গা করে নিয়েছেন বিজয় শঙ্কর। তাই  বাদ পড়েছে সবচেয়ে বেশি সুযোগ পাওয়া  আম্বাতি রাইডুর।

বিশ্বকাপে যাঁর ঝড়ের অপেক্ষায় ছিল অনেক ভারতীয়, সেই উইকেটকিপার ব্যাটসম্যান ঋষভ পন্তও নেই দলে। তার থেকে অভিজ্ঞতায় এগিয়ে থাকায় দলে সুযোগ পেয়েছেন  আরেক উইকেটকিপার ব্যাটসম্যান দিনেশ কার্তিক । ২০১১ সালে বিশ্বকাপ জয়ী আরেক প্রাক্তন ভারতীয় অধিনায়ক এম এস ধোনি। যিনি হলেন এখন ভারতের সব থেকে সিনিয়র ক্রিকেটার ব্যাটসম্যান ও উইকেটকিপার,  ব্যাট করবেন পাঁচ নম্বর পজিশনে। তিনি প্রয়োজন পড়লে কোহলির সাহায্য করতে পারবেন।

দ্বিতীয় আলোচনার বিষয় ছিল তৃতীয় অলরাউন্ডার কে হবে? হার্দিক পান্ডিয়ার জায়গা নিয়ে কোনো প্রশ্ন ছিল না। স্লিঙ্গিং অ্যাকশনে স্পিন করা কেদার যাদবেরও একাদশে জায়গা পাকা। তৃতীয় অলরাউন্ডার হিসেবে কে যাবেন, সেটা নিয়েই আলোচনা ছিল। বাঁহাতি স্পিনার রবীন্দ্র জাদেজা, নাকি পেস বোলিং অলরাউন্ডার বিজয় শংকর। ভারতীয় নির্বাচকেরা এখানেই চমক দেখালেন। বিশ্বকাপ দলে সুযোগ মিলেছে দুজনেরই। চারজন অলরাউন্ডার নিয়ে বিশ্বকাপে যাবে ভারত।

ভারতের বিশ্বকাপ দলে পেসার হিসেবে তিনজন সুযোগ পেয়েছেন। জসপ্রীত বুমরা, মোহাম্মদ শামি ও ভুবনেশ্বর কুমার—তিনজনের জায়গা নিশ্চিতই ছিল। চতুর্থ পেসার হিসেবে উমেশ যাদব বা অন্য কাউকে নেওয়া হবে কি না, এ নিয়ে কৌতূহল ছিল। কারণ দুই মাস লম্বা প্রতিযোগিতায় তিন পেসারকেই টানা খেলানো হলে ক্লান্তির প্রসঙ্গটা আসেই। কিন্তু হার্দিক পান্ডিয়া ও বিজয় শংকরের উপস্থিতিকেই যথেষ্ট মনে হয়েছে ভারতীয় দলের। ইংলিশ কন্ডিশনে এটা বেশ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। ঐতিহ্যগতভাবে এ সিদ্ধান্ত ঝুঁকিপূর্ণ। আবার আইসিসি ইদানীং প্রতিযোগিতা মানেই ব্যাটিং সহায়ক উইকেট দেওয়ার নীতিতে হাঁটছে, ফলে ভারতের পক্ষেও যেতে পারে এ সিদ্ধান্ত।

কুলদীপ যাদব ও যুজবেন্দ্র চাহাল—দুজন ভিন্ন ধরনের রিস্ট স্পিনার নিয়ে বিশ্বকাপে যাওয়ার অনবদ্য এক সুযোগ পাচ্ছে ভারত। সে সঙ্গে পরিস্থিতি ও উইকেট বুঝে কেদার যাদব ও রবীন্দ্র জাদেজার অর্থোডক্স স্পিন তো থাকছেই। অন্তত স্পিনিং বৈচিত্র্যের দিক থেকে ভারতের সঙ্গে আফগানিস্তান ছাড়া আর কোনো দল টেক্কা দিতে পারছে না।

ভারতকে বিশ্বের সবচেয়ে শক্তিশলী ব্যাটিং লাইনআপের দল বলা হয়।তাই ভারতীয় ব্যাটসম্যানেরা যদি পেশাদারিত্বের পরিচয় দিতে পারে এবং বোলাররা যদি সময় মত জ্বলে উঠতে পারে তাহলে তৃতীয় বারের মত শিরোপা উঠতে পারে কোহলি, ধোনিদের হাতে।  

বিশ্বকাপে ভারতের ১৫ সদস্যের দল: বিরাট কোহলি (অধিনায়ক), রোহিত শর্মা (সহ. অধিনায়ক), শিখর ধাওয়ান, লোকেশ রাহুল, বিজয় শঙ্কর, মহেন্দ্র সিং ধোনি (উইকেটরক্ষক), কেদার যাদব, দিনেশ কার্তিক, ইয়ুজবেন্দ্র চাহাল, কুলদীপ যাদব, ভুবনেশ্বর কুমার, জসপ্রিত বুমরাহ, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, মোহাম্মদ শামি।

প্রজন্মনিউজ২৪

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন





ব্রেকিং নিউজ