বর্ণবাদের শিকার তানিশা মুখার্জী!

প্রকাশিত: ১৪ মার্চ, ২০১৯ ১২:২৪:১৮ || পরিবর্তিত: ১৪ মার্চ, ২০১৯ ১২:২৪:১৮

বর্ণবাদের শিকার তানিশা মুখার্জী!

একটি পার্টিতে যোগ দিতে বন্ধুদের সঙ্গে নিউ ইয়র্কের একটি হোটেলে গিয়েছিলেন ভারতীয় অভিনেত্রী তানিশা মুখার্জী।

সেখানে গায়ের রঙের জন্য ওই হোটেলের এক কর্মচারী তাকে হেনস্তা করেছে বলে অভিযোগ উঠেছে। তানিশার বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যমে বলা হয়েছে, তিনি বন্ধুদের সঙ্গে হোটেলে বসে ভালো সময় কাটাচ্ছিলেন। ঠিক এই সময় একজন কর্মচারী তাকে দেখে বাজে মন্তব্য করতে থাকে।

ওই কর্মচারী তাকে কটাক্ষ করে বলেন, ‘দেখে মনে হচ্ছে ইংরেজিতে কথা বলতে পারে না।’তানিশা জানান, এ ঘটনায় তিনি চুপ ছিলেন। কারণ ওই কর্মচারী তার সঙ্গে এমন আচরণ কেন করছেন, তা বুঝে উঠতে পারেননি তিনি। তানিশা আরও বলেন, এই প্রথম তিনি বর্ণবাদের শিকার হলেন।

এই ঘটনাটি তাকে গভীরভাবে উদ্বিগ্ন করেছে। তিনি এই ঘটনাটির পুরোটা ক্যামেরায় ধারণ করতে চেয়েছিলেন, কিন্তু হোটেল কর্মচারী বাধা দেন। তবে বিদেশের মাটিতে বলিউড তারকাদের বর্ণবাদের শিকার হওয়ার ঘটনা এই প্রথম নয়।

এর আগে অস্ট্রেলিয়ার বিমানবন্দরে এক নারী কর্মকর্তা অভিনেত্রী শিল্পা শেঠীকে ‘বদমেজাজী’ বলে গালি দেন। এছাড়া মেলবোর্ন যাওয়ার পথে সিডনি বিমানবন্দরে তাকে ‘কালো’ বলে কটাক্ষ করে বিমাবনবন্দরের কর্মচারীরা।

প্রসঙ্গত, ২০১০ সালে মাই নেম ইজ খান চলচ্চিত্রের মুক্তির সময় একই পরিস্থিতে পড়েছিলেন বলিউড অভিনেতা শাহরুখ খান। নামের কারণে তল্লাশির জন্য যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে কয়েক ঘন্টা বসিয়ে রাখা হয়েছিল তাকে।

প্রজন্মনিউজ২৪/তারেক আজিজ

এ সম্পর্কিত খবর

কাচিয়ায় ৭নং ওয়ার্ড উপনির্বাচনে প্রার্থীর বিরুদ্ধে জ্বিন প্রতারনা মামলার অনুসন্ধানশ্লিপ পাঠিয়েছে সিআইডি

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হলে বাঁচবে হাজারও কোটি টাকার সম্পদ

টেকনাফে ১০ কৃষক অপহরণের ঘটনায় আসামি দেলু ডাকাত আটক।

যুদ্ধ বন্ধে পদক্ষেপ নিতে বিশ্বনেতাদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর

পর্যটকশূন্য হয়ে পড়েছে কুয়াকাটা

নাফ নদীতে বিজিপির গুলি, ২ বাংলাদেশি গুলিবিদ্ধ

গাজা: বিমান হামলায় বেঁচে যাওয়া বালকের প্রাণ গেল সাহায্য নিতে গিয়ে

ঢাকায় আসতে না পেরে দুবাই-শারজাহর ১০ ফ্লাইট বাতিল

মুস্তাফিজের আইপিএল খেলা নিয়ে দুই বোর্ড পরিচালকের ভিন্ন মত

জাতীয় জরুরি ফোন নম্বর

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন





ব্রেকিং নিউজ