বৃদ্ধ পিতার চলাচলের পথ আটকে দিয়েছে পাষন্ড ছেলে

প্রকাশিত: ০৬ ডিসেম্বর, ২০১৮ ০৭:১৭:০০

বৃদ্ধ পিতার চলাচলের পথ আটকে দিয়েছে পাষন্ড ছেলে

জুনাইদ কবির , ইন্দুরকানী (পিরোজপুর) প্রতিনিধি :

ইন্দুরকানীতে এক বৃদ্ধ পিতার চলাচলের পথ আটকে দিয়েছে পাষন্ড ছেলে। বৃদ্ধ পিতা এখন অসহায়, পাষন্ড ছেলে পিতার চলাচলের পথ বেড়া  দিয়ে আটক দিয়েছে।

উপজেলার পত্তাশী গ্রামের সাহেব আলী খানের মেঝ ছেলে আকরাম আলী খান তার পিতার বসত ঘরের দরজার সামনের চলাচলের পথ বেড়া দিয়ে আটকে দেয়।

বিষয়টি নিয়ে একাধিকবার দেন দরবার ও সালিশ বৈঠক হলেও ছেলে আকরাম খান কিছুতেই  চলাচলের পথ দিতে নারাজ।

স্থানীয়রাজানান,সাহেবআলীতারছোট ছেলেওবায়দুলকেনিয়ে থাকায়বড় ছেলে আকরাম আলী খান ক্রোধে পথ আটকে দিয়েছে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, পত্তাশী গ্রামের সাহেব আলী খানের বাড়ীর সামনের পথ তার মেঝ ছেলে আকরাম বেড়া দিয়ে আটকে দিয়েছে। এতে পিতা ঘর থেকে সামনে বের হতে পারছেনা। এ নিয়ে উভয়ের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।

আটকে দেয়া পথের পাশে মেঝ ছেলে আকরাম আলী খানের ঘর। আকরাম খানের কাছে বিষয়টি জানার জন্য তাকে ডাকলে সে ঘর থেকে বেরনা হয়ে তার স্ত্রীকে পাঠায়।

আকরামের স্ত্রী কুরছিয়া বেগম জানান, ওই জমি আমার স্বামীর। তাই কোন ক্রমেই আমাদের ঘরের পাশ দিয়ে পথ দেয়া যাবেনা।

পিতা সাহেব আলী খান জানান, আমার ছেলে আকরাম খান আমার বাড়ী থেকে বের হওয়া ৫০ বছরের পুরনো পথটি আটকে দিয়েছে। এ বিষয় তিনি প্রশাসন সহ সকলের সহযোগীতা চায়।

স্থানীয় ইউপি চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন জানান,বাবা ছেলের দ্বন্দ্ব দীর্ঘ দিনের একাধিক বার মিমাংসার চেষ্টা করে ও তারা অনড় থাকার কারণে মিমাংশাকরা সম্ভব হয়নি।

প্রজন্মনিউজ২৪/আরমান

এ সম্পর্কিত খবর

এক মিনিটেই তাদের বিসিএসের স্বপ্নভঙ্গ

গাজীপুরে চিরকুট লিখে স্বামী-স্ত্র‌ীর আত্নহত্যা

কাচিয়ায় ৭নং ওয়ার্ড উপনির্বাচনে প্রার্থীর বিরুদ্ধে জ্বিন প্রতারনা মামলার অনুসন্ধানশ্লিপ পাঠিয়েছে সিআইডি

বাসের সঙ্গে ইজিবাইকের মুখোমুখি সংঘষে নিহত ১ আহত ৩

পঞ্চগড়ে হিট স্ট্রোকে প্রাইভেট কার চালকের মৃত্যু

হাবিপ্রবি সংশ্লিষ্ট এলাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হলে বাঁচবে হাজারও কোটি টাকার সম্পদ

সরদার পাড়া দারুল কোরআন মডেল মাদ্রাসার পরিক্ষার ফল প্রকাশ

৭ দাবিতে কুবি’র তিন দপ্তরে শিক্ষক সমিতির তালা

অনির্দিষ্টকালের জন্য বন্ধ চুয়েট, শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ