মুক্তিযোদ্ধা ‍দিন কাটাচ্ছেন মুরগীর খোয়াড়ে

প্রকাশিত: ০৫ ডিসেম্বর, ২০১৮ ০৭:১৫:২০

মুক্তিযোদ্ধা ‍দিন কাটাচ্ছেন মুরগীর খোয়াড়ে

ঘর না থাকায় সিলেটের বিশ্বনাথের বীর মুক্তিযোদ্ধা তৈয়ব আলীকে একটি নোংরা মুরগীর খোয়ারে দিন কাটাতে হয়।

১৯৭১ সালে ২৮ বছর বয়সে দেশ মাতার টানে তিনি মুক্তিযোদ্ধে ঝাঁপিয়ে পড়েন।তার মুক্তিবার্তা নং ০৫০১০৯০০৩।গেজেট নং ১৪৬৩।তিনি যুদ্ধ করেছেন ৫ নং সেক্টরের ভোলা গঞ্জ হতে ছাতক এলাকায়। তিনি জানান আগে বাড়ির পূর্বে একটি ঘর ছিল। সেখানে বসবাস করলেও ডাকাতের কবলে পড়ে বড় ভাইয়ের বসত ঘরে বসবাস শুরু করে।

সূত্রের মাধ্যমে জানা যায় তিনি নোংরা একটি দুর্গন্ধময় কক্ষে ময়লা বিছানায় থাকেন। যে কক্ষটি হাঁস ও মুরগীর বাসস্থান হিসাবে ব্যবহার করা হয়। বড় ভাইয়ের ঘরে আর কোন কক্ষ না থাকায় তিনি এ কক্ষে থাকেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিভাত পরাগ তালুকদার বলেন,তার বাড়ী পরিদর্শন করে এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে।

 

প্রজন্ম নিউজ/শাহারিয়ার রহমান

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন





ব্রেকিং নিউজ