বিতর্কের মুখে

মুখ খুললেন মাওলানা সাদ

প্রকাশিত: ১৩ জানুয়ারী, ২০১৮ ১২:৩৩:৪১

মুখ খুললেন মাওলানা সাদ

দিল্লির নিজামুদ্দিন মারকাজের মুরব্বি মাওলানা সা’দ কান্ধলভী কাকরাইল মারকাজ মসজিদে শুক্রবার (১২ জানুয়ারি) জুমার নামাজের আগে বয়ান করেছেন। বয়ান শুনতে আশপাশের অনেক মুসল্লি কাকরাইলে জমায়েত হয়েছিলেন।

মাওলানা সাদ কান্ধলবীর কাকরাইলে অবস্থান করা নিয়ে তাবলিগের একাংশ কাকরাইল মসজিদে অবস্থান করে এবং সেখানে জুমার নামাজের আগে তিনি বয়ান ও নামাজ শেষে দোয়া পরিচালনা করেন তিনি। এদিন ‘স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি নিয়েই মাওলানা সা’দ কাকরাইলে বয়ান করছেন বলে জানিয়েছেন তাবলিগের সাথী মাওলানা ওসামা।

মাওলানা সাদ উর্দুতে তার বয়ান পেশ করেন। এতে তিনি তার পূর্বে দেওয়া তার বক্তব্য থেকে সরে এসেছেন বলে জানান।

নিজের অবস্থান পরিষ্কার করে বয়ানে মাওলানা সাদ বলেন, ‘কোনও সময় যদি আামাদের ওলামায় কেরাম কোনও কারণে ভুল ধরেন, আমরা মনে করবো, ওনারা আমাদের ওপর এহসান করেছেন, ওনারা আমাদের মোহসেন। ওলামায় কেরাম যে কথা বলবেন, তাতে আমাদের সংশোধন হবে ইনশাল্লাহ। এজন্য ওলামাদের কাছ থেকে আমরা লাভবান হবো। ওনারা কোনও ভুল ধরলে আমরা সংশোধন হবো। ’

তিনি আরো বলেন, ‘আমাদের কাজ হলো বয়ান করা। বয়ানে অনেক সময় ভুল হয়ে যায়। আমি সবার সামনে রুজু (বর্তমান অবস্থান থেকে সরে আসা) করেছি। কোনও কথায় যদি দোষ হয়, এটা থেকে আমি রুজু করতেছি, আগেও করেছি, এখনও করছি।মাওলানা সাদ

প্রজন্মনিউজ২৪.কম/মাসফি

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন





ব্রেকিং নিউজ