কানাডার টরেন্টোতে খোলা মাঠে ঈদ জামাত অনুষ্ঠিত

প্রকাশিত: ১০ এপ্রিল, ২০২৪ ১১:২২:০৪

কানাডার টরেন্টোতে খোলা মাঠে ঈদ জামাত অনুষ্ঠিত

যথাযথ ধর্মীয় ভাব গাম্ভীর্য এবং উৎসব উদ্দীপনার সাথে কানাডার টরন্টোর ডেন্টোনিয়া পার্কে পবিত্র ঈদুল ফিতরের জামায়াত অনুষ্ঠিত হয়েছে। ড্যানফোর্থ  ইসলামিক সেন্টার (ডিআইসি) এর আয়োজনে টরেন্টোসহ আশপাশের এলাকা থেকে মুসল্লিরা এসে যোগ দেন এই বিশাল ঈদ জামায়াতে। ডেন্টেনিয়া পার্কে ঈদ জামায়াত পূর্ব অনুষ্ঠানে যোগ দিয়ে মুসলিম সম্প্রদায়কে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন টরন্টো সিটি মেয়র অলিভিয়া চাউ ও এমপিপি ডলি বেগম, মেরি মারগ্যারেট সহ অন্যান্য রাজনীতিবিদগণ।

গত ষোল বছর ধরে এই মাঠে পবিত্র ঈদের জামায়াত অনুষ্ঠিত হচ্ছে। প্রবাসী বাংলাদেশি সহ বিভিন্ন দেশ থেকে আসা ধর্মপ্রাণ মুসলমানরা শরিক হন এই ঈদ জামায়াতে। পুরুষদের পাশাপাশি মহিলাদের নামাজের ব্যবস্থা রাখা হয় এই ঈদ জামাতে। এই ঈদের জামায়াতে প্রায় পনেরো হাজার মুসল্লি শরীক হন। নামাজে সারা বিশ্বের মুসলমানদের শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয় এবং নামাজ শেষে একে অপরের সঙ্গে কোলাকুলি করে সোহার্দ্য বিনিময় করেন ধর্মপ্রাণ মুসলমানরা।

তাহমিদ আহমদ
কানাডা

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ