ধানের ন্যায্য মূল্যের দাবিতে মানববন্ধনে জাবি

প্রকাশিত: ১৫ মে, ২০১৯ ০৫:০৩:৩৩ || পরিবর্তিত: ১৫ মে, ২০১৯ ০৫:০৩:৩৩

ধানের ন্যায্য মূল্যের দাবিতে মানববন্ধনে জাবি

হাবিব আহসান, জাবি প্রতিনিধিঃ ধানের মূল্য বৃদ্ধিসহ সরকারকে কৃষকের কাছ থেকে ন্যায্য মূল্যে ধান কেনার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ’ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা।

বুধবার (১৫ মে) দুপুর বারোটায় বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে নেতাকর্মীরা কৃষককে তার উৎপাদিত ফসলের সঠিক মূল্যে প্রদানে সরকারকে সঠিক ভূমিকা পালনের আহ্বান জানান।

বর্তমানে মণ প্রতি ২০০ টাকা ক্ষতিতে ধান বিক্রি করতে হচ্ছে কৃষকদের। ফলে পরিবার নিয়ে অসহায় জীবন-যাপন করতে হচ্ছে তাদের। অথচ তারা আমাদের অন্নের যোগানদাতা।

এ ব্যাপারে মানববন্ধনে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ জাবি শাখার যুগ্ম আহ্বায়ক জয়নাল আবেদীন শিশির বলেন, ‘বাংলাদেশ উন্নয়নের মহাসড়কে হাঁটছে এই বক্তব্য আজ মিথ্যা হয়ে দাঁড়িয়েছে। কৃষকের উৎপাদিত ধানের মূল্য ১০ টাকা কেজি অথচ আমরা চাল কিনি ৬০ টাকা কেজি। তাহলে এই কৃষকের উৎপাদিত পণ্যের লাভ কারা করছে? সরকারকে সেটা বের করতে হবে। আমরা যদি শুধু উন্নয়নের মিথ্যা গল্প শুনিয়ে যাই তবে কৃষক বাঁচবে কিভাবে। কৃষককে বাঁচাতে হবে তবেই বাঁচবে দেশ।’

বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ জাবি শাখার সদস্য মতিউর রহমান মুন্নার সঞ্চালনায় মানববন্ধনে আরও বক্তব্য রাখেন জাবি শাখার আহ্বায়ক শাকিলউজ্জামান, যুগ্ম আহ্বায়ক আদীব আরিফ, সমন্বয়ক আবু সাইদ প্রমুখ।

প্রজন্মনিউজ২৪/শেখ ফরিদ

 

এ সম্পর্কিত খবর

হাবিপ্রবি সংশ্লিষ্ট এলাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হলে বাঁচবে হাজারও কোটি টাকার সম্পদ

৭ দাবিতে কুবি’র তিন দপ্তরে শিক্ষক সমিতির তালা

ইসরায়েল থেকে বিনিয়োগ প্রত্যাহারের দাবিতে মার্কিন বিশ্ববিদ্যালয়ে আন্দোলন

অতিরিক্ত লোডশেডিংয়ে অতিষ্ঠ হয়ে পড়েছে কৃষকের জনজীবন

নেতানিয়াহুর পদত্যাগ চান ন্যান্সি পেলোসি

দিনে হিটস্ট্রোকের ভয়, চাঁদের আলোয় ধান কাটছে কৃষকরা

র‌্যাবের গণমাধ্যম শাখার নতুন পরিচালক কমান্ডার আরাফাত

‘নিজের জীবন নিয়ে খুব ভয় হয়’, সড়কে অবস্থান নেয়া স্কুলশিক্ষার্থী

দুই দিনের রাষ্ট্রীয় সফরে কাতারের আমির ঢাকায়

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ