‘নিজের জীবন নিয়ে খুব ভয় হয়’, সড়কে অবস্থান নেয়া স্কুলশিক্ষার্থী

প্রকাশিত: ২২ এপ্রিল, ২০২৪ ০৪:৩২:১৭

‘নিজের জীবন নিয়ে খুব ভয় হয়’, সড়কে অবস্থান নেয়া স্কুলশিক্ষার্থী

অনলাইন ডেস্ক: গণমাধ্যমে প্রতিদিনই মৃত্যুর খবর দেখি। যেগুলোর অধিকাংশই সড়ক দুর্ঘটনায়। নওগাঁতেও প্রায় প্রতিদিনই সড়কে মানুষের মৃত্যু হচ্ছে। তাই নিজের জীবন নিয়ে খুব ভয় হয়। স্কুলে যাতায়াতের সময় ভাবি আর কি বাড়ি ফিরতে পারব।

নিরাপদ সড়কের দাবিতে সড়কে দাঁড়িয়ে এই কথাগুলো বলছিলেন নওগাঁ সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ফাতেমা আফরিন ছোঁয়া। রোববার (২১ এপ্রিল) সকাল ১০টা থেকে শহরের তাজের মোড় এলাকার প্রধান সড়কে অবস্থান নেয় এই শিক্ষার্থী।

এ সময় ওই শিক্ষার্থী বলেন, বেশ কয়েকদিন আগে নওগাঁ শহরের ইয়াদ আলীর মোড়ে সড়ক দুর্ঘটনায় মারা যায় এক বাবা-মা। আর বেঁচে যায় তাদের ৫ বছর বয়সী এক শিশু। এখন ভাবুন সেই শিশুটির কি হবে। শিশুটি তার বাবা-মা'র আদর-ভালোবাসা থেকে বঞ্চিত হয়ে গেল সারা জীবনের জন্য। আমি চাই নিরাপদ সড়ক। নিরাপদে সড়কে চলাফেরা করতে চাই। নতুন করে আর কোন সন্তান তাদের বাবা-মাকে যাতে না হারায় অথবা কোন বাবা মা তাদের সন্তানকে যাতে না হারায় সেই কারণেই তার এই আন্দোলন। সরকারের কাছে দাবি জানান সড়ক শতভাগ নিরাপদ করতে ব্যবস্থা গ্রহণের জন্য।

এ সময় শিক্ষার্থী ছোঁয়ার হাতে একটি পোস্টার ছিল। যেখানে লিখা ছিল-“সড়কে নিরাপত্তা চাই, বাঁচার মত বাঁচতে চাই, দুর্ঘটনা এড়াতে ট্রাফিক আইন প্রয়োগ চাই”।

ছোঁয়ার এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন অনেকেই। এ সময় স্থানীয় বেশ কয়েকজন শিক্ষার্থী ও পথচারী এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে ছোঁয়ার সঙ্গে অবস্থান নেন।


প্রজন্মনিউজ২৪/এএন

এ সম্পর্কিত খবর

বিশ্ব গনমাধ্যম সূচকে দুই ধাপ পিছিয়েছে বাংলাদেশ

গুচ্ছের বি ইউনিটের ভর্তি পরীক্ষায় হাবিপ্রবি কেন্দ্রে বহিষ্কার ১

ভর্তি পরিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে হাবিপ্রবিসাস'র ফ্রি শরবত বিতরণ

মহানবী নিয়ে জবি শিক্ষার্থীর কটুক্তি, বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কারের দাবি

খুলনায় আলোচিত হাসিব হত্যা মামলার আসামি গ্রেফতার

নর্থ ইস্ট ইউনিভার্সিটি'র পরীক্ষা নিয়ন্ত্রক হলেন সাংবাদিক লিয়াকত শাহ ফরিদী

ইসরায়েল বিরোধীদের গ্রেফতার করছে সৌদি আরব

ভোলায় পুলিশের চাকুরী দেওয়ার নামে প্রতারণাঃ আটক-১

আগামীকাল জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ

তিনজেলায় বজ্রপাতে ছয়জনের মৃত্যু

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ