প্রকাশিত: ০৩ ডিসেম্বর, ২০২৫ ০২:৪৪:১২
প্রজন্ম ডেস্ক:
রাজধানীর শাহবাগ এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)।
ঢাকা মেট্রোপলিটন পুলিশ মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
গ্রেপ্তার দুজন হলেন- ভোলার চরফ্যাশন থানার নীলকমল ইউনিয়ন শাখা ছাত্রলীগের সভাপতি মো. শাকিল হাওলাদার (২৪) ও একই জেলার শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের সাধারণ সম্পাদক ও ইউনিয়ন শাখা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইমরান শাহরিয়ার (২৬)।
সিটিটিসি সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যায় স্পেশাল অ্যাকশন গ্রুপের একটি টিম গোপন সংবাদে ঢাকা মেডিকেল কলেজ এলাকায় অভিযান চালিয়ে শাকিল হাওলাদার ও ইমরান শাহরিয়ারকে গ্রেপ্তার করে।
পুলিশ জানায়, শাকিল রাজধানীর আগারগাঁও পাসপোর্ট অফিসের সামনে ও ধানমন্ডি ২৭ নম্বর এলাকায় বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেন। আর ইমরান ধানমন্ডি ২৭ নম্বর এলাকা ও আদালত চত্বরে বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেন।
গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
প্রজন্ম নিউস২৪
পদত্যাগ করে জামায়াতে যোগ দিলেন ছাত্রদল নেতা
এনসিপির নির্বাচনি ইশতেহার ঘোষণা।
ফ্যামিলি কার্ড না দিয়ে চাঁদাবাজি থেকে বাঁচার কার্ড দেন : মঞ্জু
সিলেটে শীত মৌসুমে লাগামহীন লোডশেডিং
জামায়াতে যোগ দিলেন ইসলামী আন্দোলনের ১০ নেতা-কর্মী
সিলেট-৬ আসনে বিএনপির প্রার্থীকে বিজয়ী করতে জমিয়তের নেতারা মাঠে নেমেছেন
দলীয় সিদ্ধান্ত অমান্য করায় সাতক্ষীরায় বিএনপির ২২ নেতা বহিষ্কার
গণভোটের পর সরকারের মেয়াদ বাড়ছে– এমন দাবি ভিত্তিহীন : প্রেস উইং
হুমকির পাশাপাশি ইরানের সঙ্গে আলোচনায় আগ্রহী ট্রাম্প
জাতিসংঘ শান্তি বিনির্মাণ কমিশনের সহ-সভাপতি নির্বাচিত বাংলাদেশ