বড় দলের ‘দয়া’ নিয়ে মাঠে নামা প্রার্থীদের সতর্ক করে যা বললেন পিনাকী ভট্টাচার্য

প্রকাশিত: ০১ নভেম্বর, ২০২৫ ০৬:১১:১৩

বড় দলের ‘দয়া’ নিয়ে মাঠে নামা প্রার্থীদের সতর্ক করে যা বললেন পিনাকী ভট্টাচার্য

প্রজন্ম ডেস্ক : 

বড় দলের দয়া মানে মানে অনুগ্রহ, আমও যাবে, সাথে ছালাও যাবে। আর জনমুখী অবস্থান নিলে সব উড়িয়ে জিতে যাবেন। বিএনপির দয়ায় যারা মাঠে নেমেছেন, তারা ইতোমধ্যেই এলাকায় ট্রেইলার দেখে ফেলেছেন। বড় দলগুলোর সঙ্গে জোট করে জাতীয় নির্বাচনে অংশ নিতে আগ্রহী প্রার্থীদের এভাবেই সতর্ক করেছেন অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকী ভট্টাচার্য।

আজ শনিবার (১ নভেম্বর) বিকাল সাড়ে ৩টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের ব্যক্তিগত অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এমন মন্তব্য করেন তিনি। পোস্টটিতে আজ ভোলায় বিএনপি ও বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) পৃথক সমাবেশকে কেন্দ্র করে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনার একটি ছবি যুক্ত করেছেন পিনাকী ভট্টাচার্য।

পিনাকী লিখেছেন, ‘এবার ছোট দলগুলোর বড় দলের প্রতীকে ভোটে নামার সুযোগ নেই। বিএনপির দয়ায় যারা মাঠে নামছেন তাদের মধ্যে জোনায়েদ সাকি, মাহমুদুর রহমান মান্না এবং নুরুল হক নূর ইতোমধ্যে তাদের এলাকায় ট্রেইলার দেখে ফেলেছেন। আজ ভোলায় আন্দালিব রহমান পার্থের কর্মীদের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের মধ্যে তুমুল সংঘর্ষ হয়েছে।’

জুলাই গণহত্যার মামলায় পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ব্যঙ্গ করে ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের উদাহরণ দিয়ে তিনি বলেন, ‘কাডাল রানির আমলে বাকশালের দয়ায় ভোটে গিয়েছিলেন তৈমুর আলম খন্দকার, শওকত মাহমুদসহ অনেকেই। শেষমেষ জিতেছিলেন কেবল জেনারেল ইব্রাহীম আর শাহজাহান ওমর। এবারও বিএনপির সঙ্গে নির্বাচনে যেতে যাওয়া ৫০+ শরিকদের জন্য ‘চমক’ রেডি আছে। কেন্দ্র থেকে বিএনপি বলবে ‘পূর্ণ সমর্থন আছে’, আর এলাকায় গেলেই পেটাবে নিজেরাই! ভোট শেষে সব আবার আগের মতো ফকফকা।’

এগুলো মাত্র শুরু উল্লেখ করে পিনাকী ভট্টাচার্য লিখেছেন, ‘তফশিলের পর বিএনপির স্বতন্ত্র প্রার্থী ও স্থানীয় বিএনপির অসহযোগিতায় এরা একেকজন পাগলপারা হয়ে যাবে। আমি ছোট ও বড় সব প্রার্থীদের বলব, ইলেকশন হবে অন্য লেভেলে! প্রো পিপল স্ট্যান্ড নেন। সব উড়িয়ে দিয়ে জিতবেন। আর তথাকথিত বড় দলের দয়া মানে অনুগ্রহ! আমও যাবে সাথে ছালাও যাবে।’


প্রজন্ম নিউজ ২৪ / সাঈদ 

এ সম্পর্কিত খবর

বড় দলের ‘দয়া’ নিয়ে মাঠে নামা প্রার্থীদের সতর্ক করে যা বললেন পিনাকী ভট্টাচার্য

জাতীয় নির্বাচনের আগে গণভোটের সুযোগ নেই: মির্জা ফখরুল

মাইশা মৃত্যুর বছর পেরোলেও দৃশ্যমান হয়নি সড়কের নিরাপত্তা কার্যক্রম

ইসির প্রতীক তালিকায় যুক্ত হলো শাপলা কলি

বিএনপির এখন ‘না’ বলার কোনো অপশন নাই: নাসীরুদ্দীন পাটওয়ারী

চাঁদাবাজির অভিযোগ করায় ব্যবসায়ীর বাড়িতে ককটেল হামলা

গাজীপুরে অস্ত্র ও গাঁজাসহ বিএনপি নেতার ভাই-ভাতিজা আটক

জুলাইয়ে ছাত্রদল নেতা ওয়াসিম হত্যা মামলার আসামি গ্রেপ্তার

অবশেষে দুই বছর পর খুলল গাজার আল আজহার বিশ্ববিদ্যালয়

মেলিসার তাণ্ডবে ধ্বংসস্তূপ ক্যারিবীয় অঞ্চল, নিহত অন্তত ২৫

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ