কোনো রাজনৈতিক দল নয় আমার সমস্যা ভারতীয় আগ্রাসন

প্রকাশিত: ২৪ অক্টোবর, ২০২৫ ০১:০৪:২৪

কোনো রাজনৈতিক দল নয় আমার সমস্যা ভারতীয় আগ্রাসন

প্রজন্ম ডেস্ক:

সাংবাদিক ইলিয়াস হোসাইন বলেছেন জামায়াত কিংবা বিএনপি উভয় রাজনৈতিক দলের প্রতি তার সমান ভালোবাসা রয়েছে। তবে কোনো দল ভারতীয় আগ্রাসনের পক্ষে কথা বললে তিনি কাউকে ছাড় দেবেন না।

শুক্রবার (২৪ অক্টোবর) নিজ ভেরিফায়েড পেজে পোস্ট দিয়ে এসব কথা বলেন তিনি।

পোস্টে তিনি বলেন, আমি শুধু জামায়াত ইসলামের লোকজনের সাথে ছবি তুলি৷ কথাটা সত্যি না৷ ১৫ বছরের কঠিন সময়ে কেউ বলতে পারবেন না আমি কখনো জামাতকে উপরে তুলেছি বা বিএনপিকে নিচে নামিয়েছি ৷

ইলিয়াস বলেন, বিএনপিকে নিয়ে সমালোচনা করলে তখনও বিএনপি আমাকে কিছুই করতে পারত না, তবু আমার মুখ থেকে তাদের বিরুদ্ধে কোনো অবমাননাকর কথাই বের হয়নি। দুই দলের প্রতি আমার সমান ভালোবাসা ছিল। বিএনপি কিংবা জামাতের উপরে যেখানে নি'র্যা'তন হয়েছে সেখানেই মনে হয়েছে নিজের পরিবারের কেউ আক্রান্ত হয়েছে ৷'

তিনি আরও জানান, কঠিন সময়ে কেউ বলতে পারবেনা কোনদিন তারেক রহমান কিংবা জিয়া পরিবারের কাউকে নিয়ে কোন কু'রুচিপূর্ণ বক্তব্য দিয়েছি, সেটার প্রতিদান অন্য কারও কাছে না পেলেও তারেক রহমানের কাছে পেয়েছি ৷ আজকে যারা বসন্তের কোকিল হয়ে নিজেদেরকে বিএনপি'র বাপ-দাদার জায়গায় ভাবছে বিএনপি'র কিছু ভাই-বোনেরা বিভ্রান্ত হয়ে আমাদের অবদানকে ভুলে গিয়ে তাদেরকে বাবা-দাদা ডাকাও শুরু করেছেন৷

ইলিয়াস বলেন, আমার অবস্থান আগের মতই আছে৷ কোন দলের প্রতি বেশি বা কম না। পরিস্থিতি দিনকে দিন কঠিন হচ্ছে; দুই দলের মধ্যে বিরোধ এমন পর্যায়ে পৌঁছেছে যে মাঝে মাঝে তা সংঘর্ষে রূপ নিচ্ছে এ ধরনের অবস্থায় আমি চাই, দুই দল সীমার মধ্যে থেকেই রাজনৈতিক বিরোধিতা করবে। যদিও আমার সেই ক্ষমতা নেই, থাকলে বলতাম বিএনপি পাঁচ বছর, জামায়াত পাঁচ বছর করে ক্ষমতায় থাকুক।

তিনি আরও যোগ করেন, যদি সত্যি বলতে বলেন, আবারও বলবো আওয়ামিলীগের ব্যাপারে জামায়াতের চেয়ে বিএনপি অনেক বেশি উদাসীন আর অন্যান্য বিষয়গুলো মানুষের কাছে শুনে নিয়েন৷

সম্প্রতি জামায়াতের নায়েবে আমীর আব্দুল্লাহ তাহেরের সঙ্গে সাক্ষাতের কথা উল্লেখ করে ইলিয়াস বলেন, ওই বৈঠকে তিনি জামায়াতকে নিয়ে নিজের অভিযোগ জানিয়েছেন এবং কিছু বিষয়ে ক্ষমাও চেয়েছেন। তিনি বলেন, সন্তোষ শর্মাকে তাদের অনুষ্ঠানে আনার ঘটনায় আমীরকে কটাক্ষ করেছিলাম তার জন্য ক্ষমা চেয়েছি এবং একই ভুল না করার কথা জানিয়েছি।

তিনি আরও বলেন, বিএনপির সবাইকে আমি শ'ত্রু মনে করি না তাদের মধ্যেও যারা ভারত প্রীতি দেখায় তাদের সমালোচনা করি শোধরালে পরে ক্ষমা চেয়ে নেব ৷

শেষে ইলিয়াস হুঁশিয়ারি দিয়েছেন যা মনে চায় করেন, জনগন তাদের মতামত জানিয়ে দিবে কিন্তু ভারত প্রীতি আর ৭১ নিয়ে চুল'কানি দেখালে আমার হাত থেকে রেহাই নেই৷ কথা পরিষ্কার৷
প্রজন্মনিউজ২৪

এ সম্পর্কিত খবর

বড় দলের ‘দয়া’ নিয়ে মাঠে নামা প্রার্থীদের সতর্ক করে যা বললেন পিনাকী ভট্টাচার্য

জাতীয় নির্বাচনের আগে গণভোটের সুযোগ নেই: মির্জা ফখরুল

মাইশা মৃত্যুর বছর পেরোলেও দৃশ্যমান হয়নি সড়কের নিরাপত্তা কার্যক্রম

ইসির প্রতীক তালিকায় যুক্ত হলো শাপলা কলি

বিএনপির এখন ‘না’ বলার কোনো অপশন নাই: নাসীরুদ্দীন পাটওয়ারী

চাঁদাবাজির অভিযোগ করায় ব্যবসায়ীর বাড়িতে ককটেল হামলা

জুলাইয়ে ছাত্রদল নেতা ওয়াসিম হত্যা মামলার আসামি গ্রেপ্তার

অবশেষে দুই বছর পর খুলল গাজার আল আজহার বিশ্ববিদ্যালয়

হ্যাঁ’ এবং ‘না’ পোস্টে কেন ফেসবুকে তোলপাড়...

গ্লোবাল চেঞ্জমেকার ফেলো নির্বাচিত হলেন বাংলাদেশের রনি

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ