প্রকাশিত: ১১ অক্টোবর, ২০২৫ ১১:৩৮:৫৬
প্রজন্ম ডেস্ক:
বগুড়ার শাজাহানপুর উপজেলায় দুর্গাপূজার দশমীর রাতে অতিরিক্ত মদপানের ঘটনায় এ নিয়ে চারজনই মারা গেলেন। তাছাড়া রঞ্জু মিয়া নামে আইসিইউতে চিকিৎসাধীন।
হাসপাতাল সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার রাতে নাছিদুল ইসলাম (২৭), শুক্রবার দুপুর ১২টায় আবদুল মানিক (৩০) ও বিকেল সাড়ে ৪টার দিকে আব্দুল্লাহেল কাফি (৩০) নামের তিনজন মারা যান।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শাজাহানপুর উপজেলার খোট্টাপাড়া এলাকায় দুর্গাপূজার দশমীর রাতে মিজানুর রহমান, নাসিমুল ইসলাম, আবদুল মানিক, আল কাফি ও রঞ্জু মিয়া একসঙ্গে মদপান করেন। মদপান শেষে সবাই বাড়িতে গিয়ে অসুস্থ হয়ে পড়লে তাদের শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
মৃত নাছিদুল ইসলামের মা নাছরিন বেগম জানান, মদ্যপানের পর নাছিদুল অসুস্থ হয়ে পড়েন। রাত ১১টার দিকে দ্রুত তাকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকেরা জানায়, বিষাক্ত মদ খেয়ে নাছিদুলের কিডনি বিকল হয়ে গিয়েছে। ডায়ালাইসিস সেবা দেওয়া হলেও তাকে বাঁচানো যায়নি।
শাজাহানপুর থানার ওসি শফিকুল ইসলাম জানান, মৃত্যুর সঠিক কারণ ও ব্যবহৃত মদের উৎস অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে। তিনি আরও জানান, কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
প্রজন্মনিউজ২৪
২৩৭ আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থী চূড়ান্ত, কোন আসনে কে?
বিএনপি নেতার কার্যালয়ে বোমা হামলা ও নিহতের ঘটনায় বিক্ষোভ
প্রাথমিকে থাকছেনা সঙ্গীত ও শারীরিক শিক্ষক
১০৮৯টি স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা এমপিওভুক্ত হচ্ছে, ফাইলে প্রধান উপদেষ্টার স্বাক্ষর
গার্মেন্টস শ্রমিদের বিক্ষোভ,তীব্র যানজট ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে
‘বিএনপির উপর নিরর্ভর করছে এনসিপির সংসদে যাওয়া’
সাভারের ভাকুর্তায় জামায়াতে ইসলামীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদাণ
নোট অব ডিসেন্টের মাধ্যমে বিএনপির স্বৈরাচার হওয়ার চিন্তাভাবনা বোঝা যায়: তাহের