প্রকাশিত: ০৩ নভেম্বর, ২০২৫ ০৪:৪২:১২
প্রজন্ম ডেস্ক: খুলনায় বিএনপি নেতার কার্যালয়ে বোমা হামলা ও গুলির ঘটনায় (বিকেল ৪টা) এখনও পর্যন্ত কোনো মামলা হয়নি, আটকও হয়নি কেউ। সোমবার (৩ নভেম্বর) বেলা ১১টার দিকে খানজাহান আলী থানা বিএনপির পক্ষ থেকে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
নেতারা অভিযোগ করেন, ঘটনার পর এত সময় পেরিয়ে গেলেও প্রশাসনের পক্ষ থেকে দৃশ্যমান কোনো পদক্ষেপ নেয়া হয়নি। তারা অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার ও বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন।
মানববন্ধনে অংশ নেয়া খুলনা মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট শফিকুল আলম মনা বলেন, খুলনায় প্রতিনিয়ত গোলাগুলি ও হামলার ঘটনার ঘটছে। কিন্তু প্রশাসন নিষ্ক্রিয়। ঘটনার পর দৃশ্যমান কোনো পদক্ষেপ নেয়া হয়নি। প্রশাসনের উদাসীনতায় অপরাধীরা সক্রিয় হচ্ছে।
এর আগে রোববার (২ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে কুয়েট গেট সংলগ্ন বিএনপির স্থানীয় কার্যালয়ে এ হামলার ঘটনা ঘটে। যোগীপোল ইউনিয়ন পরিষদের সদস্য ও ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মামুন শেখ তার সহযোগীদের সঙ্গে বসে গল্প করছিলেন। এসময় মাদরাসার মাহফিলে দাওয়াত দিতে সেখানে যান শিক্ষক ইমদাদুল। হঠাৎ তিন–চারটি মোটরসাইকেলে করে পাঁচ–ছয়জন দুর্বৃত্ত এসে প্রথমে ককটেল বিস্ফোরণ ঘটায়, পরে মামুনকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছোড়ে। এ সময় গুলিবিদ্ধ হন মামুন, ইমদাদুলসহ আরও দু’জন।
স্থানীয়রা তাদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক ইমদাদুলকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় শোকাহত স্বজন ও আতঙ্কিত এলাকাবাসী দ্রুত বিচারের দাবি জানিয়েছেন।
খুলনা মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার মোহাম্মদ তাজুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পূর্ব শত্রুতার জেরেই এ হামলার ঘটনা ঘটেছে। আমরা দোষীদের শনাক্তে অভিযান শুরু করেছি। তিনি আরও বলেন, এমন ঘটনা খুলনায় প্রথম। এর আগে কখনো ককটেল নিক্ষেপ ও গুলি একসঙ্গে চালানো হয়নি। আমরা ঘটনাস্থল থেকে তিনটি গুলির খোসা ও ৭৫টি বোমার কাটি উদ্ধার করেছি। আশা করি দ্রুত ঘটনার কারণ উদঘাটন করতে পারবো।
প্রজন্মনিউজ২৪
২৩৭ আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থী চূড়ান্ত, কোন আসনে কে?
বিএনপি নেতার কার্যালয়ে বোমা হামলা ও নিহতের ঘটনায় বিক্ষোভ
প্রাথমিকে থাকছেনা সঙ্গীত ও শারীরিক শিক্ষক
১০৮৯টি স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা এমপিওভুক্ত হচ্ছে, ফাইলে প্রধান উপদেষ্টার স্বাক্ষর
গার্মেন্টস শ্রমিদের বিক্ষোভ,তীব্র যানজট ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে
‘বিএনপির উপর নিরর্ভর করছে এনসিপির সংসদে যাওয়া’
সাভারের ভাকুর্তায় জামায়াতে ইসলামীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদাণ
নোট অব ডিসেন্টের মাধ্যমে বিএনপির স্বৈরাচার হওয়ার চিন্তাভাবনা বোঝা যায়: তাহের