প্রকাশিত: ২৩ অক্টোবর, ২০২৫ ১২:৩৭:৪১
প্রজন্ম ডেস্ক:
সাভারে জমি নিয়ে শত্রুতার জেরে প্রতিপক্ষের হামলায় আবু সাইদ (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এছাড়া উক্ত ঘটনায় ধারালো অস্ত্র ও ইটপাটকেল আঘাতে আরও অন্তত সাতজন আহত হয়েছেন।
বুধবার (২২ অক্টোবর) রাতে সাভার উপজেলার বনগাঁও ইউনিয়নের বেড়াইদ গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত আবু সাইদ ওই ইউনিয়নের মৃত মুনতাজ আলীর ছেলে। তিনি পেশায় কৃষক ছিলেন। তাছাড়া আহতরা হলেন— জাবেদ, হিরু, সল্লিমুলা, বাবুল, আলিফ, আরাফাত ও নজুমদ্দিন।
আহত জাবেদ জানান, জমি নিয়ে বিরোধের জেরে বুধবার রাত সাড়ে ৮টার দিকে জাকির ও তার সহযোগী ৩০-৪০ জন লোক বেড়াইদ এলাকায় তাদের বাড়িতে হামলা চালায়। এ সময় বাধা দিলে আবু সাইদকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. রাকিব আল মাহমুদ শুভ জানান, রাতে একজনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। পরে পুলিশ লাশটি মর্গে পাঠায়। আহত সাতজনের মধ্যে ছয়জনকে ভর্তি করা হয়েছে এবং একজনকে আইসিইউতে চিকিৎসা দেওয়া হচ্ছে।
সাভার মডেল থানার পরিদর্শক (ওসি অপারেশন) হেলাল উদ্দিন বলেন, পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। ঘটনার তদন্ত চলছে। হামলায় জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
প্রজন্মনিউজ২৪
নোট অব ডিসেন্টের মাধ্যমে বিএনপির স্বৈরাচার হওয়ার চিন্তাভাবনা বোঝা যায়: তাহের
বরগুনাতে চাঁদা দাবি ব্যবসায়ীকে প্রাণনাশের হুমকি
বড় দলের ‘দয়া’ নিয়ে মাঠে নামা প্রার্থীদের সতর্ক করে যা বললেন পিনাকী ভট্টাচার্য
জাতীয় নির্বাচনের আগে গণভোটের সুযোগ নেই: মির্জা ফখরুল
ইসির প্রতীক তালিকায় যুক্ত হলো শাপলা কলি
বিএনপির এখন ‘না’ বলার কোনো অপশন নাই: নাসীরুদ্দীন পাটওয়ারী
চাঁদাবাজির অভিযোগ করায় ব্যবসায়ীর বাড়িতে ককটেল হামলা
গাজীপুরে অস্ত্র ও গাঁজাসহ বিএনপি নেতার ভাই-ভাতিজা আটক