প্রকাশিত: ২৩ অক্টোবর, ২০২৫ ১২:৩৭:৪১
প্রজন্ম ডেস্ক:
সাভারে জমি নিয়ে শত্রুতার জেরে প্রতিপক্ষের হামলায় আবু সাইদ (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এছাড়া উক্ত ঘটনায় ধারালো অস্ত্র ও ইটপাটকেল আঘাতে আরও অন্তত সাতজন আহত হয়েছেন।
বুধবার (২২ অক্টোবর) রাতে সাভার উপজেলার বনগাঁও ইউনিয়নের বেড়াইদ গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত আবু সাইদ ওই ইউনিয়নের মৃত মুনতাজ আলীর ছেলে। তিনি পেশায় কৃষক ছিলেন। তাছাড়া আহতরা হলেন— জাবেদ, হিরু, সল্লিমুলা, বাবুল, আলিফ, আরাফাত ও নজুমদ্দিন।
আহত জাবেদ জানান, জমি নিয়ে বিরোধের জেরে বুধবার রাত সাড়ে ৮টার দিকে জাকির ও তার সহযোগী ৩০-৪০ জন লোক বেড়াইদ এলাকায় তাদের বাড়িতে হামলা চালায়। এ সময় বাধা দিলে আবু সাইদকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. রাকিব আল মাহমুদ শুভ জানান, রাতে একজনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। পরে পুলিশ লাশটি মর্গে পাঠায়। আহত সাতজনের মধ্যে ছয়জনকে ভর্তি করা হয়েছে এবং একজনকে আইসিইউতে চিকিৎসা দেওয়া হচ্ছে।
সাভার মডেল থানার পরিদর্শক (ওসি অপারেশন) হেলাল উদ্দিন বলেন, পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। ঘটনার তদন্ত চলছে। হামলায় জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
প্রজন্মনিউজ২৪
নাটোর সদর -২ আসনে ৫ হাজারের অধিক মোটরসাইকেল নিয়ে জামায়াতের বিশাল মোটরসাইকেল শোডাউন
সাকিবকে ছাড়িয়ে দেশের সর্বাধিক টেস্ট উইকেট তাইজুলের
ভূমিকম্পে আহতদের পাশে জিয়াউর রহমান ফাউন্ডেশন
বিকালে প্রধান উপদেষ্টার সঙ্গে ভুটানের প্রধানমন্ত্রীর বৈঠক
লেবাননে হামলায় ১৩ হামাস যোদ্ধা নিহত, দাবি ইসরাইলের
ভূমিকম্প : রাজধানীতে রেলিং ভেঙে ৩ জন নিহত
ঠাকুরগাঁওয়ে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে গণঅধিকার পরিষদের মুখপাত্র ফারুক হাসান
ঠাকুরগাঁওয়ে পিকআপ–ভ্যানগাড়ি সংঘর্ষে ভ্যানচালক নিহত