প্রকাশিত: ০২ নভেম্বর, ২০২৫ ০৪:৪৯:০২
প্রজন্ম ডেস্ক: রগুনার আমতলীতে এক ব্যবসায়ীকে চাঁদা দাবি ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে চাচাতো ভাইয়ের বিরুদ্ধে। এ ঘটনায় সংবাদ সম্মেলন করে নিরাপত্তা ও প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী মিজানুর রহমান।
শনিবার (১ নভেম্বর) দুপুরে বরগুনা প্রেসক্লাবে লিখিত বক্তব্য উপস্থাপন করেন আমতলী পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের মুদি ব্যবসায়ী মিজানুর রহমান।
সংবাদ সম্মেলনে মিজানুর অভিযোগ করেন, তার চাচাতো ভাই তারেক নোমান (বর্তমানে ‘তারেক রহমান’) দীর্ঘদিন ধরে তাকে হয়রানি, ২ লাখ টাকা চাঁদা দাবি এবং পরিবারসহ প্রাণনাশের হুমকি দিয়ে আসছেন। পূর্বের জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে তারেক নোমান তাকে নিয়মিত হয়রানি করেন।
তিনি বলেন, চাঁদা না দিলে ভবিষ্যতে বিএনপি ক্ষমতায় আসলে ঘর থেকে তুলে নিয়ে জবাই করবে- এমন হুমকি দেন তারেক। হুমকির ভিডিও ফুটেজও তার কাছে সংরক্ষিত আছে বলে দাবি করেন।
মিজানুরের অভিযোগ, রাজনৈতিক সুবিধা নেওয়ার উদ্দেশ্যে ৫ আগস্টের পর থেকে তারেক নোমান নিজের পরিচয় পরিবর্তন করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নাম ‘তারেক রহমান’ ব্যবহার করছেন। অথচ এর আগে তিনি আওয়ামী লীগ পরিচয় ব্যবহার করতেন বলে দাবি করেন ভুক্তভোগী।
এছাড়া তারেক নোমানের সহযোগী হিসেবে স্থানীয় বাসিন্দা শামীম ও পোল্ট্রি ব্যবসায়ী আবুল বাশার বিভিন্ন সময় ভয়ভীতি প্রদর্শন করছেন বলেও অভিযোগ করেন মিজানুর।
মিজানুর আরও বলেন, একজন সাধারণ ব্যবসায়ী হিসেবে পরিবার নিয়ে শান্তিতে বাঁচতে চাই। কিন্তু লাগাতার হুমকিতে আমরা আতঙ্কে দিন কাটাচ্ছি। বিষয়টি তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের কাছে অনুরোধ করছি।
প্রজন্মনিউজ২৪
বরগুনাতে চাঁদা দাবি ব্যবসায়ীকে প্রাণনাশের হুমকি
মাইশা মৃত্যুর বছর পেরোলেও দৃশ্যমান হয়নি সড়কের নিরাপত্তা কার্যক্রম
ইসির প্রতীক তালিকায় যুক্ত হলো শাপলা কলি
চাঁদাবাজির অভিযোগ করায় ব্যবসায়ীর বাড়িতে ককটেল হামলা
জাতীয় নির্বাচনের আগে নভেম্বরেই গণভোট দিতে হবে: ডা. তাহের
কেন্দ্রীয় চুক্তি সই করেননি রিজওয়ান, জুড়ে দিলেন শর্ত
আসিফ নজরুল প্রধান উপদেষ্টা হতে চেয়েছিলেন: নাসীরুদ্দীন পাটওয়ারী
জুলাই আন্দোলন নিয়ে বিতর্কিত ভিডিও বানিয়ে ফেসবুকে রিল, তরুণী গ্রেপ্তার