চাকসু নির্বাচনে ছাত্রশিবিরের ৩৩ দফা ইশতেহার ঘোষণা

প্রকাশিত: ০৮ অক্টোবর, ২০২৫ ০৪:৩৫:৩১

চাকসু নির্বাচনে ছাত্রশিবিরের ৩৩ দফা ইশতেহার ঘোষণা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনকে সামনে রেখে ৩৩ দফা ইশতেহার ঘোষণা করেছে ছাত্রশিবির সমর্থিত প্যানেল ‘সম্প্রীতির শিক্ষার্থী জোট’। পাশাপাশি নয়টি বিষয়ের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।

বুধবার দুপুর আড়াইটার দিকে বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বরে এক সংবাদ সম্মেলনে প্যানেলের ভিপি প্রার্থী ইব্রাহিম হোসেন রনি ও এজিএস প্রার্থী এসব প্রতিশ্রুতি তুলে ধরেন।

ভিপি প্রার্থী ইব্রাহিম হোসেন রনি বলেন, আমরা বিশ্ববিদ্যালয়ের সকল সমস্যা এই ৩৩ দফার মধ্যে তুলে এনেছি। এই দফাগুলো চাকসুর মাধ্যমে আদায় করা সম্ভব। আমাদেরকে নির্বাচিত করলে এই দফাগুলো বাস্তবতায়নে সর্বোচ্চ চেষ্টা করবো ইনশাআল্লাহ।

সম্প্রীতির শিক্ষার্থী জোটের ৯টি ফোকাস পয়েন্ট তুলে ধরেন প্যানেলের এজিএস প্রার্থী সাজ্জাদ হোসেন মুন্না। সেগুলো হলো– আবাসন, যাতায়াত, স্বাস্থ্যসম্মত খাবার, নিরাপদ ও গ্রিন ক্যাম্পাস, সেশনজট, অটোমেশন, শিক্ষা গবেষণা ও ক্যারিয়ার, নারীবান্ধব ক্যাম্পাস এবং ওয়েলফেয়ার কার্যক্রম।

১২ মাসে ৩৩ সংস্কার প্রস্তাবনা তুলে ধরেন প্যানেলের ভিপি প্রার্থী ইব্রাহিম হোসেন রনি। সেগুলো হলো– চাকসু নির্বাচনকে একাডেমিক ক্যালেন্ডারে অন্তর্ভুক্ত করে নিয়মিত নির্বাচনের ব্যবস্থা করা, আবাসন সংকট নিরসন ও উন্নয়ন করা, শাটলের সংখ্যা বৃদ্ধি ও আধুনিকায়ন করা, নিরাপদ বাস সার্ভিস চালু করা, সুলভ মূল্যে স্বাস্থ্যসম্মত খাবার নিশ্চিতকরণ করা, সেশনজট নিরসন করা, কটেজ-মেসে অবস্থানরত শিক্ষার্থীদের সুবিধা নিশ্চিত করা, ফ্যাসিবাদের দোসরমুক্ত ক্যাম্পাস বিনির্মাণ করার প্রস্তাবনা।

প্রস্তাবনায় আরও তুলে ধরা হয়, মুক্তিযুদ্ধ ও জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা ধারণ, মাতৃত্বকালীন ছুটি ও নারীবান্ধব কমনরুম, যৌন হয়রানি ও সাইবার বুলিং প্রতিরোধ, শিক্ষার পরিবেশ নিশ্চিতকরণ, গবেষণায় উৎসাহ ও বরাদ্দ বৃদ্ধি, শিক্ষার্থীবান্ধব লাইব্রেরি, মৌলিক স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ, সাশ্রয়ী মূল্যে উন্নত চিকিৎসা সেবা, নিরাপদ ক্যাম্পাস নিশ্চিতকরণ, গ্রিন ক্যাম্পাস, নারীবান্ধব ক্যাম্পাস, হল ও ফ্যাকাল্টিভিত্তিক সমস্যা সমাধান, প্রেয়ার রুম উন্নয়ন, সাহিত্য ও সংস্কৃতি চর্চার বিকাশ ও সকল জাতিগোষ্ঠীর অধিকার নিশ্চিত করা,

অটোমেশন পদ্ধতি চালুকরণ, উচ্চশিক্ষা ও স্কিল ডেভেলপমেন্ট, প্রতিবন্ধী শিক্ষার্থীদের অধিকার ও শিক্ষাবৃত্তি, টিএসসি ও সেন্ট্রাল অডিটোরিয়াম নির্মাণ, শরীরচর্চার পর্যাপ্ত সুযোগ সৃষ্টি, লিগ্যাল এইড সেল গঠন, অফিসিয়াল ই-মেইলের সহজলভাতা, অ্যালামনাইদের সাথে সমন্বয়, মেন্টাল হেলথ কাউন্সিল ও অন-ক্যাম্পাস জবের ব্যবস্থা করা।
প্রজন্মনিউজ২৪

এ সম্পর্কিত খবর

বয়কট গুঞ্জনের মধ্যেই বিশ্বকাপের জার্সি উন্মোচন স্থগিত করলো পাকিস্তান

কোনো আধিপত্যবাদী শক্তি নির্বাচনে হস্তক্ষেপের চেষ্টা করলে জনগণ রুখে দেবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

‘অর্বাচীন বালকদে’র হাত থেকে দেশকে রক্ষা করতে হবে: মির্জা আব্বাস

শেষ হলো ছাত্রশিবিরের দুই দিনব্যাপী আল-খাওয়ারিজমি সায়েন্স ফেস্ট

‘‌‌নির্বাচনে সারাদেশে ৩৭ হাজারেরও অধিক বিজিবি মোতায়েন থাকবে’

১ লাখ ৪০ হাজার প্রবাসীর পোস্টাল ব্যালট দেশে এসেছে

নারী কর্মী হেনস্থার অভিযোগে বিএনপিকে কঠোর হুঁশিয়ারি: এনসিপির আখতারের

বগুড়া বিএনপির ঘাঁটি, এই ঘাঁটির দায়িত্ব আপনাদের: তারেক রহমান

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাসচাপায় নারী ও শিশু নিহত

পিটিয়ে মানুষ হত্যাকারীদের কাছে বাংলাদেশ নিরাপদ নয় : মিয়া গোলাম পরওয়ার

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ