প্রকাশিত: ৩১ জানুয়ারী, ২০২৬ ০৩:৩৪:৩৬
প্রজন্মডেস্ক: বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সিরাজগঞ্জে নির্বাচনি জনসভায় দলে দলে যোগ দিচ্ছেন নেতাকর্মীরা। শনিবার সকাল থেকেই খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা সভাস্থলে আসছেন। দুপুর ২টায় সভাস্থলে তারেক রহমানের পৌঁছার কথা ছিল। কিন্তু আসার পথে বগুড়ার শাহজাহানপুর এক পথসভায় যোগ দেন তিনি। এ কারণে কিছুটা বিলম্ব হবে জানা গেছে। বেলা ২টা ৫০ মিনিটে পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্যদিয়ে জনসভা শুরু হয়েছে।
এদিকে দুপুর ১টার দিকে সিরাজগঞ্জে জনসভায় আসার পথে শাহজাহানপুর এলাকায় এক পথসভায় যোগ দেন তারেক রহমান।
লাল-সবুজ রঙের বাসে করে বগুড়া থেকে সিরাজগঞ্জ যাওয়ার পথে বিভিন্ন স্থানে নেতাকর্মীরা তার গাড়ির সামনে জড়ো হয়ে স্লোগান দেন এবং শুভেচ্ছা জানান। অনেক জায়গায় বাস থামিয়ে ছবি তোলা এবং ধানের শীষের পক্ষে স্লোগান দিতে দেখা যায় সমর্থকদের।
এ সময় তারেক রহমান বলেন, ‘আমি যদি এখানেই থাকি, তাহলে বাইরের মানুষকে কীভাবে সময় দেব? আপনারা আমার জন্য দোয়া করবেন, যেন সবার জন্য কাজ করতে পারি।’
জেলার ছয়টি সংসদীয় আসনের কর্মীরা বিভিন্ন রঙ এর পোশাক ও টুপি পরে সিরাজগঞ্জ বিসিক শিল্প পার্ক এলাকায় প্রবেশ করছেন। তারেক রহমানের নির্বাচনি এ জনসভাকে কেন্দ্র করে সিরাজগঞ্জের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।
বিসিক শিল্প পার্কের দু’টি গেইট দিয়ে নেতাকর্মীরা সভাস্থলে প্রবেশ করছেন। জেলা পুলিশ ও আইনশৃংখলা বাহিনীর পক্ষ থেকে নেয়া হয়েছে কড়া নিরাপত্তা।
জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক রাশেদুল হাসান রঞ্জন বলেন, ‘সার্বিক নিরাপত্তায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি বিএনপি ও তার অঙ্গসংগঠনের প্রায় সাত শতাধিক স্বেচ্ছাসেবী মাঠে রয়েছে। এ ছাড়া মঞ্চের দুই পাশে ডিসপ্লের ব্যবস্থা করা হয়েছে।
এই জনসভা শেষে তারেক রহমানের টাঙ্গাইলে নির্বাচনি জনসভায় যোগ দেয়ার কথা রয়েছে।
সিরাজগঞ্জে তারেক রহমানের জনসভায় দলে দলে আসছেন নেতাকর্মীরা
তারেক রহমানের বক্তব্য উদ্বেগজনক, বললেন আসিফ মাহমুদ
বিশ্বকাপের আগে দুঃসংবাদ হানা দিল অস্ট্রেলিয়া শিবিরে
নারী কর্মী হেনস্থার অভিযোগে বিএনপিকে কঠোর হুঁশিয়ারি: এনসিপির আখতারের
বগুড়া বিএনপির ঘাঁটি, এই ঘাঁটির দায়িত্ব আপনাদের: তারেক রহমান
পিটিয়ে মানুষ হত্যাকারীদের কাছে বাংলাদেশ নিরাপদ নয় : মিয়া গোলাম পরওয়ার
নির্বাচন কমিশনের নতুন কোনো চ্যালেঞ্জ নেই: ইসি সানাউল্লাহ
মঞ্জুরুল আহসান মুন্সী নির্বাচন করতে পারবেন কি না, জানা যাবে রোববার