৬ অক্টোবর থেকে নোবেল বিজয়ীদের নাম প্রকাশ

প্রকাশিত: ০৪ অক্টোবর, ২০২৫ ০৪:৩৯:১৫

৬ অক্টোবর থেকে নোবেল বিজয়ীদের নাম প্রকাশ

প্রজন্ম ডেস্ক : 

নোবেল পুরস্কারের মৌসুম নিয়ে হাজির অক্টোবর। প্রথা অনুযায়ী, প্রতিবছর এ মাসের প্রথম সোমবার শুরু হয় নোবেল বিজয়ীদের নাম ঘোষণা। সে হিসেবে এ বছর ৬ অক্টোবর থেকে শুরু হচ্ছে নোবেল পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা। যা চলবে ১৩ অক্টোবর পর্যন্ত। আর প্রথম দিন চিকিৎসাশাস্ত্রের নোবেল ঘোষণা করা হয়।

নোবেল পুরস্কার দেওয়া হয় চিকিৎসা, পদার্থবিদ্যা, রসায়ন, সাহিত্য, অর্থনীতি ও শান্তি—এই ছয়টি শাখায়। বছরের শুরু থেকে বিশ্বজুড়ে নোবেল বিজয়ীদের নাম জানার জন্য উৎসাহ থাকে, কারণ এতে ইতিহাসের প্রসিদ্ধ ব্যক্তিত্বদের পাশাপাশি নতুন প্রতিভারাও স্থান পান। এবারের ঘোষণার আগ্রহও বিশেষভাবে শান্তি শাখাকে ঘিরে, যেখানে ২০১৮ সাল থেকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মনোনয়ন জটিল আলোচনার বিষয়। ঘোষণার সময়, বিজয়ীদের নাম ‘নোবেল প্রাইজ’ ওয়েবসাইটে সরাসরি প্রকাশ করা হবে। শান্তি পুরস্কারের প্রতি সাধারণত বিশেষ আগ্রহ থাকে, কারণ রাজনৈতিক ও আন্তর্জাতিক পরিস্থিতি প্রভাবিত করতে পারে।

নোবেল পুরস্কারের যাত্রা শুরু হয় সুইডিশ রসায়নবিদ আলফ্রেড নোবেলের উদ্যোগে। ডিনামাইট আবিষ্কারের মাধ্যমে বিপুল সম্পদ অর্জন করার পর, নোবেল জীবনের শেষ প্রান্তে তার সম্পদ মানবকল্যাণে ব্যয় করার সিদ্ধান্ত নেন। ১৯০১ সালে প্রথমবার পদার্থবিদ্যা, রসায়ন, চিকিৎসা, সাহিত্য ও শান্তি শাখায় পুরস্কার প্রদান শুরু হয়। পরে ১৯৬৮ সালে সুইডেনের কেন্দ্রীয় ব্যাংক অর্থনীতিতে নোবেল পুরস্কার চালু করে।

নোবেল নিজেই নির্ধারণ করেছিলেন কে কোন শাখার পুরস্কার দেবে। পদার্থবিদ্যা ও রসায়নের পুরস্কার দেয় রয়েল সুইডিশ একাডেমি অফ সায়েন্সেস, সাহিত্য পুরস্কার দেয় সুইডিশ একাডেমি, চিকিৎসাশাস্ত্রের পুরস্কার দেয় কারোলিনস্কা ইনস্টিটিউট, আর শান্তির পুরস্কার দেয় নরওয়ের সংসদ। অর্থনীতির পুরস্কার দেওয়া হয় রয়েল সুইডিশ একাডেমি অফ সায়েন্সেসের মাধ্যমে।

প্রতিটি পুরস্কার ঘোষণার প্রক্রিয়া অত্যন্ত গোপনীয়। মনোনীতদের নাম সাধারণত প্রকাশ করা হয় না, এবং বিচারকদের আলোচনা ৫০ বছর পর্যন্ত গোপন রাখা হয়। মনোনয়নকারীরা চাইলে নিজের প্রস্তাব প্রকাশ করতে পারেন।

এই বছরের নোবেল ঘোষণা সূচি অনুযায়ী: ৬ অক্টোবর চিকিৎসাশাস্ত্র, ৭ অক্টোবর পদার্থবিদ্যা, ৮ অক্টোবর রসায়ন, ৯ অক্টোবর সাহিত্য, ১০ অক্টোবর শান্তি, এবং ১৩ অক্টোবর অর্থনীতির বিজয়ীর নাম ঘোষণা করা হবে। বিজয়ীরা ১০ ডিসেম্বর সনদ, স্বর্ণপদক এবং প্রায় ১ কোটি ২০ লাখ ডলার সমমূল্য অর্থ পাবেন। প্রতিটি শাখায় সর্বোচ্চ তিনজনকে যৌথভাবে পুরস্কৃত করা যেতে পারে।
তথ্যসূত্র : এপি, রয়টার্স 

প্রজন্ম নিউজ ২৪ 

এ সম্পর্কিত খবর

২৩৭ আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থী চূড়ান্ত, কোন আসনে কে?

বিএনপি নেতার কার্যালয়ে বোমা হামলা ও নিহতের ঘটনায় বিক্ষোভ

প্রাথমিকে থাকছেনা সঙ্গীত ও শারীরিক শিক্ষক

১০৮৯টি স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা এমপিওভুক্ত হচ্ছে, ফাইলে প্রধান উপদেষ্টার স্বাক্ষর

সাভারের ভাকুর্তায় জামায়াতে ইসলামীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদাণ

বরগুনাতে চাঁদা দাবি ব্যবসায়ীকে প্রাণনাশের হুমকি

ফের জামায়াত আমির নির্বাচিত হলেন শফিকুর রহমান

বড় দলের ‘দয়া’ নিয়ে মাঠে নামা প্রার্থীদের সতর্ক করে যা বললেন পিনাকী ভট্টাচার্য

মাইশা মৃত্যুর বছর পেরোলেও দৃশ্যমান হয়নি সড়কের নিরাপত্তা কার্যক্রম

বিএনপির এখন ‘না’ বলার কোনো অপশন নাই: নাসীরুদ্দীন পাটওয়ারী

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ